Adipurush Row: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে সশরীরে আদালতে হাজির নির্দেশ আদিপুরুষের নির্মাতাদের
প্রভাস অভিনীত 'আদিপুরুষ'-এর বিতর্কের জল আরও গড়াল আদালতে। আদিপুরুষ নিয়ে ক্ষুব্ধ এলাহাবাদ আদালত তলব করল সিনেমার পরিচালক, সংলাপ লেখককে।
লখনৌ, ১ জুলাই: প্রভাস অভিনীত 'আদিপুরুষ'(Adipurush)-এর বিতর্কের জল আরও গড়াল আদালতে। আদিপুরুষ নিয়ে ক্ষুব্ধ এলাহাবাদ আদালত তলব করল সিনেমার পরিচালক, সংলাপ লেখককে। রামচন্দ্রের মত ধর্মীয় আইকনকে লজ্জাজনকভাবে উপস্থাপন করে আদিপুরুষ সিনেমাটি বহু মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে সরাসরি মন্তব্য করল এলাহাবাদ হাইকোর্ট। এই মামলায় আদিপুরুষের পরিচালক-লেখক ওম রাউত, সংলাপ লেখক মনোজ মুনতারসিরদের সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদের পর আদিপুরুষ-এর বেশ কিছু সংলাপের পরিবর্তন করা হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে প্রবাস, কৃতি শ্যানন, সঈফ আলি খান অভিনীত সিনেমাটিকে নিষিদ্ধ করার দাবি ওঠে।
দেখুন টুইট
প্রচারের সুবাদে শুরুটা ভাল করলেও বক্স অফিসেও আদিপুরুষের হাল খুব খারাপ। গতকাল, শুক্রবার আদিপুরুষ হিন্দিতে সারাভারতে মাত্র ৮৮ লক্ষ টাকার ব্যবসা করেছে। বেশ কিছু জায়গায় দর্শকের অভাবে শোও বাতিল করতে হয়েছে। সাড়ে ৫০০ কোটি টাকা খরচ করে তৈরি হওয়া আদিপুরুষ-এর প্রযোজকদের সব মিলিয়ে ২০০ কোটি টাকার মত ক্ষতি হতে চলেছে বলে অনেকের মত।