Kangana Ranaut on Same Sex Marriage: 'বিয়ে হল দুটি হৃদয়ের মিলন, সেখানে লিঙ্গের ভূমিকা কোথায়'

ভারতীয় সংস্কৃতি, ধ্যান ধারনার সঙ্গে খাপ খায় না সমকামী বিবাহ, যুক্তি কেন্দ্রের। তবে প্রথমবার মোদী সরকারের মতের বিরুদ্ধে গিয়ে সমকামী বিবাহ নিয়ে নিজের সতন্ত্র মতামত রাখলেন বলি অভিনেত্রী কঙ্গনা

Kangana Ranaut on Same Sex Marriage (Photo Credits: Instagram)

মুম্বই, ১ মেঃ বিয়ে দুটি হৃদয়ের মিলনে হয়। সেখানে লিঙ্গের ভূমিকা কোথায়! সমকামী বিবাহ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সমকামী বিবাহ (Same Sex Marriage) ভারতীয় সমাজে এক অত্যন্ত সূক্ষ্ম বিষয় হয়ে উঠেছে। সুপ্রিম কোর্টে সমকামী বিয়ের আইনি স্বীকৃতি মামলার শুনানি নিয়ে তর্ক চলছে। সমকামী বিবাহের তীব্র বিরোধিতা করে চলেছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংস্কৃতি, ধ্যান ধারনার সঙ্গে খাপ খায় না সমকামী বিবাহ, যুক্তি কেন্দ্রের। তবে প্রথমবার মোদী সরকারের মতের বিরুদ্ধে গিয়ে সমকামী বিবাহ নিয়ে নিজের সতন্ত্র মতামত রাখলেন বলি অভিনেত্রী কঙ্গনা (Kangana Ranaut on Same Sex Marriage )।

কঙ্গনা রানাউত যেকোনো সোশ্যাল ইস্যুতেই নিজের মতামত রাখতে পছন্দ করেন। কাউকে পরোয়া না করেই স্বাধীনভাবে নিজের বক্তব্য রাখেন তিনি। যার জেরে বহু ভোগান্তিও পোয়াতে হয়েছে নায়িকাকে। সদ্য সমকামী বিবাহ নিয়ে নিজের মতামত রাখলেন তিনি (Kangana Ranaut on Same Sex Marriage)।

কঙ্গনার (Kangana Ranaut) কথায়, ‘বিয়ে হচ্ছে দুটি হৃদয়ের মিলন। প্রত্যেকেরই তা জানা। যখন দুটি হৃদয়ের মিলন ঘটে তখন তাঁদের লিঙ্গ নিয়ে আমরা প্রশ্ন তোলার কে’।

দিন কয়েক আগে সুপ্রিম কোর্টে সমকামী বিবাহ মামলা চলাকালীন অভিনেত্রী টুইট করে লিখেছিলেন, ‘আপনি পৃথিবীতে যা করবেন সেটাই আপনার পরিচয় তৈরি করবে, আপনি বিছানায় কি করছেন তা দিয়ে আপনার পরিচয় তৈরি হবে না’।