Sanitary Products Free: বিশ্বে এই প্রথম, স্কটল্যান্ডের মহিলারা বিনামূল্যে পাবেন স্যানিটারি প্রোডাক্ট

দেশের মহিলারা যাতে বিনামূল্যে স্যানিটারি প্রোডাক্ট (Sanitary Products Free) পান, তারই বন্দোবস্ত করছে স্কটিশ সরকার। যুক্তিসঙ্গত গোপনীয়তাকে মান্যতা দিয়ে সেদেশে বিনামূল্যে সহজলভ্য হচ্ছে ট্যাম্পন, প্যাডের মতো স্যানিটারি প্রোডাক্ট। এনিয়ে স্কটল্যান্ডের সংসদে রীতিমতো আইন পাশ হয়েছে। এই পিরিয়ড প্রোডাক্ট সংক্রান্ত বিলটির প্রস্তাব করেছিলেন স্কটিশ সাংসদ মণিকা লেনন। তিনি বলেন, “স্যানিটারি প্রোডাক্ট বিলাসবহুল পণ্য নয়, প্রয়োজনীয় উপাদান। স্কটল্যান্ডের কোনও মহিলাকেই এবার স্যানিটারি প্রোডাক্ট ছাড়া থাকতে হবে না।” আইন অনুসারে সেদেশের সমস্ত ওষুধ বিপণি ও যুবকেন্দ্র কমিউনিটি সেন্টারে বিনামূল্যে মিলবে স্যানিটারি প্রোডাক্ট।

স্যানিটারি প্যাড (Photo credits: Pixabay)

ইংল্যান্ড, ২৫ নভেম্বর: দেশের মহিলারা যাতে বিনামূল্যে স্যানিটারি প্রোডাক্ট (Sanitary Products Free) পান, তারই বন্দোবস্ত করছে স্কটিশ সরকার। যুক্তিসঙ্গত গোপনীয়তাকে মান্যতা দিয়ে সেদেশে বিনামূল্যে সহজলভ্য হচ্ছে ট্যাম্পন, প্যাডের মতো স্যানিটারি প্রোডাক্ট। এনিয়ে স্কটল্যান্ডের সংসদে রীতিমতো আইন পাশ হয়েছে। এই পিরিয়ড প্রোডাক্ট সংক্রান্ত বিলটির প্রস্তাব করেছিলেন স্কটিশ সাংসদ মণিকা লেনন। তিনি বলেন, “স্যানিটারি প্রোডাক্ট বিলাসবহুল পণ্য নয়, প্রয়োজনীয় উপাদান। স্কটল্যান্ডের কোনও মহিলাকেই এবার স্যানিটারি প্রোডাক্ট ছাড়া থাকতে হবে না।” আইন অনুসারে সেদেশের সমস্ত ওষুধ বিপণি ও যুবকেন্দ্র কমিউনিটি সেন্টারে বিনামূল্যে মিলবে স্যানিটারি প্রোডাক্ট। মঙ্গলবারই সেদেশের মন্ত্রিসভায় এই সংক্রান্ত আইন পাশ হয়েছে। ফোর্বস রিপোর্ট অনুসারে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শৌচগারে স্যানিটারি প্রোডাক্ট স্টক করা হবে। আরও পড়ুন-Ahmed Patel: আহমেদ পটেলের প্রয়াণে শোক প্রকাশ রাহুল গান্ধী, অভিষেক মনুসিঙভি, অশোক গেহলটের, শোক প্রকাশ করলেন নরেন্দ্র মোদি

এবং বিভিন্ন গণ সংগঠনও যেন একই পন্থা অবলম্বন করে। এনিয়ে সরকারি আধিকারিকরাই নির্দেশিকা দেবেন। স্কটল্যান্ডের মন্ত্রী নিকোলা স্টারগেওন একটুইট বার্তায় লেখেন “এই যুগান্তকারী আইনের পক্ষে ভোট দিতে পেরে গর্ব অনুভব করছি। মহিলা ও মেয়েদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নীতি।” ২ বছর আগে এক সরকারি অনুষ্ঠানের মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মেয়েদের বিনামূল্যে স্যানিটারি প্রোডাক্ট সরবরাহ শুরু করে রীতিমতো ইতিহাস গড়ে স্কটল্যান্ড। তারপর সংসদে পেশ হয় বিল। এবার সেই বিল আইনে পরিণত হল।