জাকার্তা, ২৩ জানুয়ারি: ডুবে যাওয়া এক শিশুর দেহ ফিরিয়ে আনল কুমীর। এমনই এক অবিশশ্বাস্য ঘটটনার সাক্ষী থাকল ইন্দোনেশিয়া ( Indonesia)। পূর্ব ইন্দোনেশিয়ার কালিমান্ততনের মহাকাম নদীতে যখন এক শিশু ডুবে যায়, তার দেহ উদ্ধার করতে পারেনি পরিবার। প্রশাসনের সাহায্য নিয়েও ওই বছর চারের শিশুর দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ এবং উদ্ধারকারী দল। বছর চারের শিশুর দেহ উদ্ধারে যখন পরিবার হাল ছেড়ে দে.য়, সেই সময় প্রকাশ্যে আসে এক অবিশ্বাস্য ছবি।
আরও পড়ুন: Viral Video: ১৮ ফুটের অজগরের পেটে ৫ ফুটের কুমীর, হাড় হিম করা ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (দেখুন)
যেখানে দেখা যায়, মহাকাম নদীতে ভাসতে শুরু করেছে একটি কুমীর (Croocodile)। মাহাকাম নদী থেকে বছর চারের ওই শিশুকে পিঠে করে নিয়ে চরের দিকে আসতে শুরু করে বিপুলায়তন কুমীরটি। যা দেখে উদ্ধারকার দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থথলে হাজির হয়ে ওই শিশুর দেহ উদ্ধার করে। যদিও বছর চারের ওই শিশুকে নদীর পাড়ে আনার পর ওই কুমীরটটির আর কোনও খোঁজ মেলেনি। যে ভিডিয়ো প্রকাশ্য়ে আসতেই তা ভাইরাল হয়ে যায়। দেখুন...