Sri Lanka Crisis: এক মার্কিন ডলারের মূল্য তিনশো টাকা ছাড়িয়ে গেল শ্রীলঙ্কায়, নজিরবিহীন সঙ্কটে দ্বীপরাষ্ট্র নাজেহাল
শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট তীব্রতর হল। দ্বীপরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম মার্কিন ডলারের বিনিময় মূল্য শ্রীলঙ্কান রুপিতে তিনশো ছাপিয়ে গেল। এখন এক মার্কিন ডলারের বিনিময় মূল্য শ্রীলঙ্কান রুপিতে ৩১০ টাকা।
কলম্বো, ৬ এপ্রিল: শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট তীব্রতর হল। দ্বীপরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম মার্কিন ডলারের বিনিময় মূল্য শ্রীলঙ্কান রুপিতে তিনশো ছাপিয়ে গেল। এখন এক মার্কিন ডলারের বিনিময় মূল্য শ্রীলঙ্কান রুপিতে ৩১০ টাকা। বৈদেশিক মুদ্রা বিনিময়ের সঙ্কট তৈরি হওয়ায় জ্বালানি তেল সহ অনেক কিছুই আর আমদানি করতে পারছে না। এদিকে, শ্রীলঙ্কান জনসাধারণের মধ্যে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তুঙ্গে উঠেছে।
সোমবার শ্রীলঙ্কার মন্ত্রিসভার ২৬ জন সদস্য পদত্যাগ করেন। যা নিয়ে মাহিন্দা রাজাপাক্ষের সরকারকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা প্রেমদাসা। সেদিনই ফের শ্রীলঙ্কার নতুন মন্ত্রিসভা গঠিত হলে, সেখানেও ভাঙন ধরে কয়েক ঘণ্টার মধ্যে। সোমবার শ্রীলঙ্কার অর্থমন্ত্রী পদে বহাল হন আলি সাবরি। নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে না নিতেই গতকাল, মঙ্গলবার ইস্তফা দেন আলি। আরও পড়ুন: চিনে ভূমিকম্প
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষের কাছে নিজের ইস্তফা পত্র জমা দেন সাবরি। যেখানে তিনি বলেন, বর্তমানে দেশের যা অবস্থা, তাতে তিনি দায়িত্বভার সামলাতে পারবেন না। প্রেসিডেন্ট যাতে তাঁর জায়গায় অন্য কাউকে নিযুক্ত করেন, সেই আবেদন করেন আলি। এদিকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতবয়া রাজাপাক্ষের দাবিতে আজ, বুধবারও উত্তাল হয়ে ওঠে কলম্বো, ক্যান্ডির মত লঙ্কান শহর।