Taliban: তালিবান বিরোধী পুলিশ প্রধানকে নৃশংসভাবে খুন? ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য আফগানিস্তানে
গত সপ্তাহে আফগানিস্তান-তুর্কমেনিস্তান সংলগ্ন এলাকা বাগদিস প্রদেশ দখল করে তালিবান৷ বাগদিস প্রদেশ দখলের পর সেখানকার পুলিশ প্রধানকে নিজেদের হেফাজতে নেয় তালিবান৷
কাবুল, ২০ অগাস্ট: আশরফ গনি রাষ্ট্রপতি থাকাকালীন আফগানিস্তানের (Afghanistan) বাগদিস প্রদেশের পুলিশ প্রধান ছিলেন হাজি মোল্লা আচাকজাই৷ যিনি দেশে তালিবান বিরোেধী বলেই বেশি প্রচারিত ছিলেন৷ সেই বাগদিস (Badghis) প্রদেশের পুলিশ প্রধানকে খুন করল তালিবান৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো উঠে এসেছে৷ যা দেখে অনেকেই মনে করছেন, তালিবান বিরোধী হওয়ায় আচাকজাইকে খুন করে তালিবান৷ তবে অফিসিয়ালি এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি৷
হেরাটর বাগদিস প্রদেশের পুলিশ প্রধান ছিলেন আচাকজাই৷ ২০ অগাস্ট যে ভিডিয়ো প্রকাশ্য়ে এসেছে, সেখানে এক ব্যক্তিকে হাটু মুড়ে বসিয়ে, চোখ বাধা অবস্থায় তালিবানকে মারধর করতে দেখা যায়৷ মনে করা হচ্ছে, হেরাটের বাগদিস প্রদেশের পুলিশ প্রধানকেই নৃশংসভাবে মারধর করে তালিবান৷ শেষে বেশ কয়েকজনকে ওই ব্যক্তির উপর গুলি চালাতেও দেখা যায়৷
আরও পড়ুন: Afghan Pop Star Aryana Sayeed: শেষ করে দেবে তালিবান? আফগানিস্তান ছেড়ে পালালেন পপ তারকা আরিয়ানা
জানা যাচ্ছে, গত সপ্তাহে আফগানিস্তান-তুর্কমেনিস্তান সংলগ্ন এলাকার বাগদিস প্রদেশ দখল করে তালিবান (Taliban)৷ বাগদিস প্রদেশ দখলের পর সেখানকার পুলিশ প্রধানকে নিজেদের হেফাজতে নেয় তালিবান৷ বৃহস্পতিবার রাতে বাগদিস প্রদেশের পুলিশ প্রধানকে হাটু মুড়ে বসিয়ে, চোখ বেধে নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ৷ যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়ে যায়৷
বছর ষাটের আচাকজাই তাঁর কর্মজীবনে দীর্ঘদিন ধরে তালিবান বিরোধিতা করেছেন৷ তালিবান যাতে আফগানিস্তানে ফিরতে না পারে, তার জন্য সারা জীবন লড়াই করেন আচাকজাই৷ তালিবান বিরোধিতার জন্যই কি আচাকজাইকে নৃশংসভাবে খুন করা হয়! এমন প্রশ্নই উঠতে শুরু করেছে৷