Spain Wildfire Photos and Videos: নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে টেনেরিফ দ্বীপের আগুন, আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছে দমকলকর্মীরা
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হলো টেনেরিফে। সেখানে গত বুধবার পাহাড়ের জঙ্গলে দাবানল ভয়ংকর আকার নিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ১ হাজার ৮০০ হেক্টর (৪৪৫০ একর) এলাকাজুড়ে ছড়িয়ে যায় আগুন।
নয়াদিল্লি : স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হলো টেনেরিফে (Tenerife)। সেখানে গত বুধবার পাহাড়ের জঙ্গলে দাবানল ভয়ংকর আকার নিয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ১ হাজার ৮০০ হেক্টর (৪৪৫০ একর) এলাকাজুড়ে ছড়িয়ে যায় আগুন। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। প্রেস রিপোর্ট অনুসারে, ২৫০ জন দমকলকর্মী নিয়ন্ত্রণের বাইরে থাকা দাবানলটি নেভানোর জন্য লড়াই করছেন। এখনও পর্যন্ত আগুন পাহাড়ি স্থানে রয়েছে, আশেপাশের আবাসিক এলাকায় এটিকে ছড়িয়ে পড়া থেকে রোধ করতে লড়াই করছে দমকলকর্মীরা। আরও পড়ুন : Hawaii Wildfire: হাওয়াইয়ের অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ৮৯, দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল এখনও জ্বলছে
কত বড় আকার নিয়েছে এই দাবানল?
২৪ ঘণ্টার মধ্যে এক হাজার আটশ হেক্টরে ছড়িয়েছে এই দাবানল। পাহাড়ের দুই দিকে ২২ কিলোমিটার এলাকা জুড়ে জঙ্গল জ্বলছে।
দেখুন টুইট