পরীমণি, তসলিমা নাসরিন, ছবি ইনস্টাগ্রাম

ঢাকা, ৬ অগাস্ট: বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে গ্রেফতার করেছে ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিন (RAB)। ইতিমধ্যেই পরীমণিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ব়্যাব। যা নিয়ে বাংলাদেশ জুড়ে কার্যত শোরগোল শুরু হয়েছে। পরীমণিকে কেন গ্রেফতার করা হল, তা নিয়ে মুখ খুলতে শুরু করেছেন তসলিমা নাসরিন।

এমনকী, মদ উদ্ধারের জন্য পরীমণিকে (Pori Moni) কেন গ্রেফতার করা হল, তা নিয়ে প্রশ্ন তোলেন বাংলাদেশি লেখিকা। পরীমণির বাড়িতে মিনি বার রয়েছে, ডিজে পার্টি হয়, মদের লাইলেন্স থাকলেও, কেউ পরীমণি তা এখনই পুনর্নবীকরণ করেননি, এসব প্রশ্ন তুলে বাংলাদেশ সরকার এবং সে দেশের প্রশাসনকে একহাত নেন তসলিমা। শুধু তাই নয়, পরীমণিকে গ্রেফতারির পর  ব়্যাব যে অভিযোগ আনছে অভিনেত্রীর বিরুদ্ধে, তাতে কোনও কিছুই প্রমাণিত হয় না বলে দাবি করেন তসলিমা (Taslima Nasreen)।

আরও পড়ুন: Pori Moni: 'বাড়িতে মদ রাখলে বাংলাদেশে গ্রেফতার হন মহিলারা', পরীমণির গ্রেফতারি নিয়ে কটাক্ষ তসলিমার

পরীমণির গ্রেফতারির পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে বাংলাদেশ সরকার এবং সে দেশের পুলিশ (Police) প্রশাসনের উপর কার্যত ক্ষোভ উগরে দেন তসলিমা নাসরিন।