Taliban: আফগানিস্তানে ফিরছে কালো দিন? মহিলাদের অধিকার এবং বাক স্বাধীনতা নিয়ে কী বলল তালিবান
মঙ্গলবার সাংবাদিক সম্মলেন করেন তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ৷ তিনি বলেন, ১৯৯০-এর দশকের তালিবানের তুলনায় বর্তমান সংগঠনের অনেক তফাৎ রয়েছে৷
কাবুল, ১৮ অগাস্ট: নারীর অধিকার সুরক্ষিত হবে৷ বর্তমান সমাজে কাধে কাধ মিলিয়ে পুরুষের সঙ্গে কাজ করছেন মহিলারা (Womens) ৷ তাই মহিলাদের পড়াশোনা, কাজ এবং চাকরিবাকরির ক্ষেত্রে কোনও বাধা তাঁরা দেবেন না৷ কিন্তু, ইসলামিক পরিকাঠামো মেনে তবেই মহিলারা পড়াশোনা এবং কর্মক্ষেত্রে অগ্রসর হতে পারবেন বলে জানানো হয়েছে তালিবানের (Taliban) তরফে৷
মঙ্গলবার সাংবাদিক সম্মলেন করেন তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ (Zabihullah Mujahid)৷ তিনি বলেন, ১৯৯০-এর দশকের তালিবানের তুলনায় বর্তমান সংগঠনের অনেক তফাৎ রয়েছে৷ সে অভিজ্ঞতা হোক কিংবা কাজের ক্ষেত্রে৷ এবারে তালিবান যেভাবে আফগানিস্তানে (Afghanistan) নিজেদের ক্ষমতা দখল করেছে, তারপর সাংবাদিকদের বাকস্বাধীনতা সুরক্ষিত করা হবে৷ সাংবাদিকরা নিজেদের মতো করে কাজ করতে পারবেন৷ বেসরকারি সংবাদ সংস্থাগুলির উপর কোনও হস্তক্ষেপ করা হবে না৷ নিজেদের মতো করে তাঁরা কাজ করবে বলে আশ্বস্ত করেন জবিউল্লাহ৷ তবে ইসলামিক নিয়ম নীতির খেয়াল প্রত্যেককে রাখতে হবে বলেও জানান তিনি৷ সেই সঙ্গে নারীর অধিকার এবং বাক স্বাধীনতাও সুরক্ষিত হবে বলে জানান জবিউল্লাহ৷
আরও পড়ুন: Taliban: শরিয়তি আইন মেনেই আফগানিস্তানে নারীর আধিকার, বলছে তালিবান
এসবের পাশাপাশি তিনি আরও বলেন, ক্ষমতা দখলের পর তালিবান যোদ্ধারা কারও বাড়িতে জোর করে প্রবেশ করে অত্যাচার করুক, এমন তাঁরা চান না৷ কারও বাড়িতে জোর করে ঢুকে তালিবান অত্যাচার করছে, এমন কোনও খবর প্রকাশ্যে এলে, তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও আশ্বস্ত করেন জবিউল্লাহ৷