Taliban: তালিবানরাজ, দুবেলার খাবার জোগাড়ে কাবুলের রাস্তায় টিভি, ফ্রিজ বিক্রি অসহায় আফগানদের

লাল গুল নামে কাবুলের এক ব্যবসায়ী জানান, তিনি তাঁর অর্ধেক জিনিস বিক্রি করছেন একেবারে নামমাত্র দামে৷ ২৫ হাজারে যে ফ্রিজ তিনি কিনেছিলেন, তা বিক্রি করতে হচ্ছে ৫ হাজারে৷

Kabul Street (Photo Credit: Twitter)

কাবুল, ১৭ সেপ্টেম্বর: আফগানিস্তান (Afghanistan) তালিবানের (Taliban)   দখলে যাওয়ার পর সে দেশে বন্ধ হয়েছে আন্তর্জাতিক বিশ্বের আর্থিক অনুদান৷ বহু বিদেশি কোম্পানিও সেখান থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে ফিরে যাচ্ছে৷ ফলে বহু মানুষের নুন আন্তে পান্তা ফুরনোর মতো অবস্থা৷ সরকারি অফিসগুলো টিমটিম করে চললেও, বেতন পাচ্ছেন না অধিকাংশ কর্মচারী৷ ফলে সংসার কীভাবে চালাবেন, তা বুঝে উঠতে পারছেন না আফগানিস্তানের অর্ধেক মানুষ৷

তালিবান আফগানিস্তানে নয়া সরকার গঠন করেছে ঠিকই কিন্তু ক্রমশ প্রকট হচ্ছে সে দেশের মানুষের আর্থিক অনটন৷ ফলে গৃহস্থলির প্রতিদিনের জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হচ্ছেন বহু মানুষ৷ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের সেই তালিকায় যেমন রয়েছে টিভি, ফ্রিজ তেমনি বাসনপত্র, কার্পেটও বিক্রি করতে বাধ্য হচ্ছেন অনেকে৷

টোলো নিউজের খবর অনুযায়ী, কাবুলের রাস্তায় গেলে বর্তমানে যে ছবি চোখে পড়ছে, তা দেখলে চমকে উঠবেন অনেকেই৷ কাবুলের রাস্তাকে কার্যত বাজারে পরিণত করে ফেলেছেন আফগান নাগরিকরা (Afghans) ৷  দুবেলার খাবার জোগাড় করতে বেশিরভাগ মানুষকে বিক্রি করতে হচ্ছে নিত্যদিনের ব্যবহারযোগ্য জিনিসপত্র৷ ফলে যে কোনও জিনিস প্রায় অর্ধেক দামে বিক্রি করত বাধ্য হচ্ছেন বহু মানুষ৷

আরও পড়ুন: Afghanistan: আফগানিস্তান ছেড়ে পালানোর সময় সামনে দাঁড়ায় সশস্ত্র তালিবান, ভাবলে শিউরে উঠছেন তরুণী

লাল গুল নামে কাবুলের (Kabul) এক ব্যবসায়ী জানান, তিনি তাঁর অর্ধেক জিনিস বিক্রি করছেন একেবারে নামমাত্র দামে৷ ২৫ হাজারে যে ফ্রিজ তিনি কিনেছিলেন, তা বিক্রি করতে হচ্ছে ৫ হাজারে৷ অর্ধেকেরও কম দামে বিক্রি করা ছাড়া উপায় নেই৷ প্রত্যেকদিন তাঁর সন্তানদের খাবারের ব্যবস্থা করতে হবে তো৷ সন্তানের মুখে খাবার তুলে দিতে অর্ধেকেরও কম দামে তিনি জিনিসপত্র বিক্রি করে দিচ্ছেন বলে জানান লাল গুল৷

কাবুলের চামান-ই-হাজারিতে ১ লক্ষের জিনিস ২০ হাজারে বিক্রি হচ্ছে বলেও খবর৷ সেখানে গেলে বহু আফগান নাগরিকের বাড়ির টিভি, ফ্রিজ, কার্পেট, বাসনপত্র চোখে পড়বে বলে জানা যাচ্ছে৷ দুবেলার খাবার জোগাড় করতে কাবুলের রাস্তায় ঘরের জিনিসপত্র বিক্রি করতে বাধ্য হচ্ছেন বহু আফগান নাগরিক৷