Pirates Hijack Bangladeshi Ship: জলদস্যুদের হামলা, ভারত মহাসাগর থেকে অপহৃত বাংলাদেশের জাহাজ

রিপোর্টে প্রকাশ, ভারত মহাসাগর থেকে বাংলাদেশের যে জাহাজটিকে অপহরণ করা হয়, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ (বাংলাদেশি সময় অনুযায়ী) সেখান থেকে মেসেজ পাঠানো হয় সংশ্লিষ্ট কোম্পানির কাছে৷ ওইজাহাজ কোম্পানির সিইও মহম্মদ মেহেরুল করিম এই খবর জানান৷

Indian Ocean (Photo Credit: File Photo)

ঢাকা, ১২ মার্চ: ফের জলদস্যুদের (Pirates) কবজায় জাহাজ৷ এবার এম ভি আবদুল্লা নামে বাংলাদেশের (Bangladesh) একটি জাহাজকে অপহরণ করে জসদস্যুরা৷ আফ্রিকার মোজাম্বিক থেকে সংযুক্ত আরব আমিরশাহির দিকে যাচ্ছিল বাংলাদেশের এম ভি আবদুল্লা নামের ওই জাহাজটি৷ সংযুক্ত আরব আমিরশাহিতে প্রবেশের আগেই জাহাজটিকে অপহরণ করে সোমালিয়ার জসদস্যুরা৷ এম ভি আবদুল্লা নামে ওই অপহৃত জাহাজটিতে ২৩ জন কর্মী রয়েছেন বলে খবর৷ ওই জাহাজের প্রত্য়েক কর্মীকে পণবন্দি করে রাখা হয়েছে বলে খবর৷

রিপোর্টে প্রকাশ, ভারত মহাসাগর থেকে বাংলাদেশের যে জাহাজটিকে অপহরণ করা হয়, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ (বাংলাদেশি সময় অনুযায়ী) সেখান থেকে মেসেজ পাঠানো হয় সংশ্লিষ্ট কোম্পানির কাছে৷ ওইজাহাজ কোম্পানির সিইও মহম্মদ মেহেরুল করিম এই খবর জানান৷

সোমালিয়ার জলদস্যুরা তাঁদের জাহাজ অপহরণ করেছে৷ জাহাজের কর্মীদের পণবন্দি করে রাখা হয়েছে৷ তাঁরা এ বিষয়ে আরও খবর জোগাড়ের চেষ্টা করছেন বলে জানান মেহেরুল করিম৷ প্রসঙ্গত ২০১০ সালে আরব সাগর থেকে সোমালিয়ার জলদস্যুরা এম ভি জাহান মনি নামের একটি বাংলাদেশি জাহাজ অপহরণ করে৷ প্রায় ১০০ দিন বন্দি রাখার পর অবশেষে এম ভি জাহান মনির কর্মীদের মুক্ত করে জসদস্যুরা৷