Malaysia: চূড়ান্ত অমানবিক, ডাউন সিনড্রোমে আক্রান্তকে দেখে গরম জল ছুঁড়ে মারল মহিলা
যে খবর প্রকাশ্যে আসার পর তথ্য, প্রমাণ সহ মহিলাকে গ্রেফতার করে পুলিশ। মালয়েশিয়ার আদালতের তরফে ওই অভিযুক্ত মহিলাকে ১০ বছরের হাজবাসের নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে বলে নির্দেশ দেয় আদালত।
ডাউন সিনড্রোমে (Down Syndrome) আক্রান্ত এক ব্যক্তিকে দেখে, তাঁর দিকে ফুটন্ত গরম জল ছুঁড়ে মারল এক মহিলা। মালয়েশিয়ায় (Malaysia) এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। যেখানে ডাউন সিনড্রোমে আক্রান্ত এক ব্যক্তিকে দেখে, তাঁর দিকে গরম জল ছুঁড়ে মারে এক মহিলা। যে খবর প্রকাশ্যে আসার পর তথ্য, প্রমাণ সহ মহিলাকে গ্রেফতার করে পুলিশ। মালয়েশিয়ার আদালতের তরফে ওই অভিযুক্ত মহিলাকে ১০ বছরের হাজবাসের নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে বলে নির্দেশ দেয় আদালত।
লিফটের মধ্যে কেন ওই ব্যক্তিকে দেখে গরম জল ছুঁড়ে দেয় সংশ্লিষ্ট মহিলা, সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ওই মহিলার ভিডিয়ো দেখে, নিন্দায় সরব মানুষ। ওই মহিলা কেন এই ধরনের আচরণ করল, তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।