Republic Day 2023: প্রজাতন্ত্র দিবসে এবার প্রধান অতিথি হতে পারেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মারকন
য়াশিংটনের তরফে প্রজাতন্ত্র দিবসে বাইডেনের নয়া দিল্লি সফর সম্ভব নয় বলে জানানোর পর এবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মারকনকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় বলে খবর। মারকন ষষ্ঠ ফরাসি নেতা, যাঁকে ২৬ জানুয়ারির প্যারেডে ভারতে আমন্ত্রণ জানানো হল।
দিল্লি, ২২ ডিসেম্বর: এবার প্রজাতন্ত্র দিবসের (Republic Day) প্রধান অতিথি হতে পারেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মারকন (Emmanuel Macron)। সংবাদ সংস্থা পিটিাইয়ের তরফে এই খবর প্রকাশ করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই মুহূর্তে ভারতে আসতে পারবেন না। জানুয়ারিতে তাঁর বিশেষ কাজ রয়েছে। ওয়াশিংটনের তরফে প্রজাতন্ত্র দিবসে বাইডেনের নয়া দিল্লি সফর সম্ভব নয় বলে জানানোর পর এবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মারকনকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় বলে খবর। মারকন ষষ্ঠ ফরাসি নেতা, যাঁকে ২৬ জানুয়ারির প্যারেডে ভারতে আমন্ত্রণ জানানো হল।
১৯৭৬ এবং ১৯৯৮ সালে ফ্রান্সের প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রজাতন্ত্র দিবসে আমন্ত্রণ জানানো হয়। এরপর ১৯৮০, ২০০৮ এবং ২০১৬ সালেও ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ফরাসি নেতারা হাজির হন। এবার ২০২৪ সালে ষষ্ঠ ফরাসি নেতা হিসেবে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হতে পারেন ইমানুয়েল মারকন।