Prince William, Kate Middleton to Attend 2023 BAFTA awards: 'বাফটার, মঞ্চে ফের ব্রিটিশ যুবরাজ
২০২৩ এর বাফটা অনুষ্ঠানে যোগ দেবেন ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস কেট মেডেলটন
দীর্ঘ ২ বছরের বিরতির পর আবার ব্রিটিশ চলচিত্র পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যাবে যুবরাজ উইলিয়াম এবং কেট মেডেলটনকে। ভ্যারাইটি, আমেরিকান মিডিয়া কোম্পানির পক্ষ থেকে জানা গেছে ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম এন্ড টেলিভিশন আর্টসের প্রসিডেন্ট হিসেবে ২০২০ সাল থেকে কোন প্রোগামে যোগ দেননি প্রিন্স এন্ড প্রিন্সেস অফ ওয়েল্স। ২০২১ এ প্রিন্স ফিলিপের মৃত্যুর কারনে সেবছর অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তাঁরা।
প্রতি বছর অনুষ্ঠানে তাদের যোগদানের বিষয়টি একটি আলাদা মাত্রা যোগ করে। কেননা আলবার্ট হলের একেবারে প্রথমের সারিতেই থাকে তাঁদের বসার জায়গা। অনুষ্ঠানে তাদের উপস্থিতি আলাদা গাম্ভীর্য যোগ করে। তবে এবছর তারা পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে যুক্ত থাকবেন বলে জানা গেছে। তবে এবারে অনুষ্ঠান রয়্যাল আলবার্ট হলের বদলে অনুষ্ঠিত হবে সাউথব্যাঙ্কের রয়্যাল ফেস্টিভ্যাল হলে।
চলচিত্রে ব্রিটিশ এবং আর্ন্তজাতিক সিনেমার অবদানের জন্য প্রতি বছর এই পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৯৪৯ সালে প্রথম 'বাফটা'র আয়োজন করা হয়।