Shehbaz Sharif (Photo Credit: Instagram)

দিল্লি, ২১ মার্চ: এবার ইউক্রেনে (Ukraine) যুদ্ধের সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিল পাকিস্তান (Pakistan) । রুশ হামলা প্রতিরোধ করতে ইউক্রেনে যে পরিমাণ যুদ্ধের সরঞ্জাম লাগছে, তা এবার ইসলামাবাদ পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনে যুদ্ধের সরঞ্জাম পাঠিয়ে পশ্চিমি দেশগুলির কাছ থেকে সাহায্য পেতে মরিয়া পাকিস্তান। ইউক্রেনে যুদ্ধের সরঞ্জাম পাঠালে, পশ্চিমের একাধিক দেশ পাকিস্তানকে অর্থ সাহায্য করবে। সেই নীতিতেই এবার ইউক্রেনে যুদ্ধের সরঞ্জাম পাঠাবে শেহবাজ শরিফের সরকার।

রুশ (Russia) হামলা প্রতিরোধ করতে যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম প্রয়োজনে লাগছে ইউক্রেনে। ফলে ভলোদিমির জেলেনস্কি সরকারকে যদি ইসলামাবাদ যুদ্ধের সরঞ্জাম দিয়ে সাহায্যে করে, তাহলে পশ্চিমী দেশগুলি শেহবাজ শরিফ সরকারকে অর্থ দিয়ে সাহায্য করবে বলে জানানো হয়েছে। এবার সেই লক্ষ্যেই এগোচ্ছে পাকিস্তান।

আরও পড়ুন:  Imran Khan: আদালতেই তাঁকে খুন করা হতে পারে, আশঙ্কা ইমরান খানের

অর্থনৈতিক সঙ্কটে বর্তমানে জেরবার পাকিস্তান। কোথাও আটা, ময়দার দাম হু হু করে বাড়ছে, আবার কোথাও জ্বালানি তেলের জন্য পাকিসস্তানের মানুষকে হা করে বসে থাকতে হচ্ছে। সবকিছু মিলিয়ে অর্থনৈতিক সঙ্কটে জেরবার পাকিস্তান এবার পশ্চিমের দেশগুলি থেকে সাহায্যের আশায় ইউক্রেনে যুদ্ধের সরঞ্জাম পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছে।