Nobel Peace Prize 2024: তৃতীয় বিশ্বযুদ্ধের ডঙ্কার মাঝে নোবেল শান্তি পুরস্কার পরমাণু বোমা থেকে বেঁচে ফেরা মানুষদের জাপানী সংস্থা নিহন হিদানকায়াকে

একদিকে, রাশিয়া-ইউক্রেন। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে ইজরায়েল বনাম ইরান, লেবাবন, সিরিয়া, প্যালেস্টাইন। উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়ার মধ্যেও চরম উত্তেজনা।

Nobel Prize. (Photo Credits; X)

একদিকে, রাশিয়া-ইউক্রেন। অন্যদিকে, মধ্যপ্রাচ্যে ইজরায়েল বনাম ইরান, লেবাবন, সিরিয়া, প্যালেস্টাইন। উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়ার মধ্যেও চরম উত্তেজনা। এখন রোজই সংবাদমাধ্যম জুড়ে যুদ্ধের খবর।

যুদ্ধের মধ্যে থাকছে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকিও। ইরানের পরমাণু অস্ত্র ভাণ্ডারে আঘাত হানতে পারে ইজরায়েল। ওদিকে, আবার একটু ওদিক হলেই ইউক্রেনকে পরমাণু বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন। এই আবহে পরমাণুহীন দুনিয়া লড়ার লক্ষ্যে কাজ করা জাপানের  স্বেচ্ছাসেবী সংস্থা 'নিহন হিদানাকায়া'-কে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হল।

এই সংস্থার সদস্যরা ১৯৪৫ সালের অগাস্টে জাপানের দুই শহর হিরোসিমা ও নাগাসিকায় মার্কিন যুক্তরাষ্ট্রে ছোঁড়া পরমাণু বোমার আঘাত সামলে বেঁচে ফিরেছিলেন।

নোবেল শান্তি পুরস্কার পাচ্ছে জাপানের সংস্থা

পরমাণু বোমার ভয়বহতা দেখে জাপানের এই স্বেচ্ছাসেবী সংস্থা গোটা বিশ্বে যাতে আর কখনও কেউ সেটির ব্যবহার করেন তার প্রচার এবং রুখতে বড় ভূমিকা নিচ্ছে।