Former PM Jhalanath Khanal’s Wife Burnt Alive? (Photo Credit: X/Screengrab)

কাঠমাণ্ডু, ৯ সেপ্টেম্বর: নেপালে (Nepal Unrest) বিক্ষোভের মাঝে এবার উঠে এল একটি ভয়াবহ ছবি। নেপালে যখন জেন জ়ি-এর বিক্ষোভ, প্রতিবাদ চলছে, সেই সময় জ্বালিয়ে দেওয়া হল  সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী জালানাথ কানওয়ালের স্ত্রী রবি লক্ষ্মীকে জ্ব্য়ান্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে খবর। প্রথমে জালানাথ কানওয়ালের বাড়ি ভাঙচুর করা হয়। তারপর কানওয়ালের বাড়ি জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। আর সেখানেই জ্ব্যান্ত জ্বলে যান প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী। নেপালের স্থানীয় সংবাদমাধ্যমের তরফে এই খবর প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন: Gen Z Protests In Nepal: সব জ্বলছে, গণবিক্ষোভের মাঝে নেপালে পুড়ছে সংসদ ভবন, ভারতীয়দের চূড়ান্ত সতর্ক করল দিল্লি, দেখুন ভিডিয়ো

কাঠামাণ্ডুর ডাল্লু এলাকায় কানওয়ালের বাড়ি। মঙ্গলবার দুপুরে কানওয়ালের বাড়িতে পৌঁছে যায় বিক্ষোভকারীরা। এরপর নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।  আগুনের লেলিহান শিখায় জ্ব্যান্ত পুড়ে যান প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী রবি লক্ষ্মী।

এসবের পাশাপাশি নেপালের প্রধানমন্ত্রী (সদ্য প্রাক্তন) কে পি শর্মা ওলির বাড়িতে যেমন আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তেমনি সংসদ ভবনও পুড়িয়ে দেওয়া হয়।

ভয়াবহ ভিডিয়ো উঠে আসছে...