IPL Auction 2025 Live

Mass Elephant Deaths in Botswana: আফ্রিকার জঙ্গলে শ'য়ে শ'য়ে হাতির রহস্যজনক মৃত্যু

গত দু'মাসে ৩৫০-র বেশি হাতির রহস্যজনক মৃত্যু আফ্রিকার বটসওয়ানা জঙ্গলে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে। সেটি এখনও স্পষ্ট নয়। বন দফতর কর্মীদের কাছেও মৃত্যুর কারণ স্পষ্ট নয়। হাতিগুলির ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, সেটি এখনও স্পষ্ট না হওয়ার কারণে মৃত হাতিদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই টেস্টের রিপোর্ট আসতে আরও সপ্তাহখানেক দেরি রয়েছে। সেই রিপোর্ট হাতে আসলেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।

Dead Elephant (Photo Credits: Twitter)

গাবরোনে, ২ জুলাই: গত দু'মাসে ৩৫০-র বেশি হাতির রহস্যজনক মৃত্যু আফ্রিকার বটসওয়ানা (Botswana) জঙ্গলে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে। সেটি এখনও স্পষ্ট নয়। বন দফতর কর্মীদের কাছেও মৃত্যুর কারণ স্পষ্ট নয়। হাতিগুলির ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, সেটি এখনও স্পষ্ট না হওয়ার কারণে মৃত হাতিদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেই টেস্টের রিপোর্ট আসতে আরও সপ্তাহখানেক দেরি রয়েছে। সেই রিপোর্ট হাতে আসলেই স্পষ্ট হবে মৃত্যুর কারণ।

আফ্রিকার মোট হাতির এক তৃতীয়াংশ রয়েছে বটসওয়ানাতে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, স্থানীয় পরিবেশ সংরক্ষণ কর্মীরা মে মাসের শুরুর দিকে ব-দ্বীপে তিন ঘণ্টার বিমান সফরে ১৬৯টি হাতির মৃতদেহ দেখতে পান। তাঁরা সরকারকে এসংক্রান্ত সমস্ত তথ্য জানান। এরপরই তদন্ত শুরু হয়। সেই তদন্তের উঠে আসে আরও ভয়ঙ্কর তথ্য। সেই সময়ই কমবেশি ৩৫০ হাতির মৃতদেহ উদ্ধার করেন তদন্তকারীরা।

হাতির মৃত্যুর পিছনে চোরাশিকারীদের ভূমিকা রয়েছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা। তাঁদের ধারণা সায়ানাইড ব্যবহার করার ফলে বিষক্রিয়ার শ'য়ে শ'য়ে হাতির মৃত্যু ঘটছে।