Lebanon: লেবাননে সাংবাদিকের বাড়িতে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র পড়ল, দেখুন ভিডিও

লেবাননে ইজরায়েলের হামলায় একদিনে ৪৯২ জন নিহত।

Lebanon Journalist hit by Israels Missile (Photo Credit: X)

নয়াদিল্লি: দক্ষিণ লেবাননে (Lebanon) অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইজরায়েল (Israel) বাহিনী। পরিস্থিতি এতই ভয়াবহ যে, সেখানকার বাসিন্দারা পালানোর সুযোগ টুকুও পাচ্ছে না। একটি মর্মান্তিক ভিডিও সামনে এসেছে, যেখানে একজন সাংবাদিক ( মিরায়া ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের প্রধান সম্পাদক ফাদি বৌদিয়া) লেবাননের বালবেক তাঁর বাড়িতে  লাইভ সম্প্রচার করছিলেন সে তাঁর বাড়ির উপর পড়ে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র। লাইভ ভিডিওটি রেকর্ড হয়েছে, দেখুন-

ইজরাইল কেন দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে?

সোমবার ইরান সমর্থিত শিয়া জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সবচেয়ে বড় বিমান হামলা চালায় ইজরায়েল। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চলছে। ইজরায়েলে সামরিক বাহিনী দক্ষিণ ও পূর্ব লেবাননে হিজবুল্লাহর অস্ত্রের স্থান বলে মনে করে বিমান হামলা চালাচ্ছে। ইজরায়েলের হামলায় লেবাননে একদিনেই নিহতের সংখ্যা অন্তত ৪৯২ জন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন শিশু রয়েছে। হামলায় আহতের সংখ্যা ১৬৪৫ জনেরও বেশি।