New York: মাথায় গেঁথে রয়েছে ছুরি, অ্যাম্বুলেন্সের জন্য রাস্তায় দৌঁড়ে বেরাচ্ছেন রক্তাক্ত যুবক

Video of Man Casually Walking Around with Knife Sticking out of His Head After Getting Stabbed Goes Viral (Photo Credits: Instagra

নিউ ইয়র্ক, ২৫ জুন: বছর ৩৪-র এক মহিলাকে বাঁচাতে গিয়ে বিপাকে যুবক। ছুরিকাঘাতে রক্তাক্ত হন তিনি। মাথায় ছুরি গাঁথা অবস্থাতেই রাস্তায় পাগলের মত হেঁটে বেরাচ্ছিল ওই যুবক। পরনে সাদা রঙের জামাটি ছিঁড়ে একাকার। রক্তে ভেসে যাচ্ছে তার সারা শরীর। ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কে। আরও পড়ুন: Earthquake in Tripura: ত্রিপুরায় ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ২.৮

পুলিশ সূত্রে খবর, এক মহিলার থেকে ব্যাগ চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছিল চার যুবক এবং এক মহিলা। তাদের আটকাতে গিয়েই গুরুতর আহত হন ওই যুবক। এরপর অ্যাম্বুলেন্স থেকে সাহায্য চাওয়ার জন্য রাস্তায় রীতিমত দৌঁড়াদৌড়ি করছিল ছেলেটি। ঘটনাস্থলে ভিড় জমে যায়। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পর রীতিমত ভাইরাল হয়ে যায় ভিডিওটি। হার্লেম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। হাসপাতাল সূত্রে খবর, ওই যুবক এবং মহিলা দু'জনেই একেবারে সুস্থ রয়েছেন।



@endif