Israel-Hamas War: হামাস 'নিষিদ্ধ জঙ্গি সংগঠন', সমর্থনযোগ্য কাজ বরদাস্ত নয়, স্পষ্ট জানাল জার্মানি
জার্মানির আভ্যন্তরীন মন্ত্রী জানান, হামাস একটি জঙ্গি সংগঠন। তাই কোনও সংগঠনের প্রতি দুর্বলতা প্রকাশ করে তাকে জার্মানিতে সমর্থন করা যাবে না। জার্মানিতে হামাস পুরোপুরি নিষিদ্ধ সংগঠন বলে জানিয়ে দেন সেখানকার মন্ত্রী।
হামাসের প্রতি সমর্থন দেখিয়ে কোনও ধরনের কার্যকলাপ বরদাস্ত করা হবে না। দেশে থেকে কোনও ধরনের হামাসের সমর্থনকারী স্লোগান যেমন দেওয়া যাবে না, তেমনি হামাসের কার্যকলাপও সমর্থনযোগ্য নয়। স্পষ্ট জানাল জার্মানি। ইজরায়েলের বিরোধিতা করে কোনও ধরনের হামাসের প্রতি দুর্বলতা দেখানো যাবে না বলে জার্মানির তরফে স্পষ্ট জানানো হয়েছে। জার্মানির আভ্যন্তরীন মন্ত্রী জানান, হামাস একটি জঙ্গি সংগঠন। তাই কোনও সংগঠনের প্রতি দুর্বলতা প্রকাশ করে তাকে জার্মানিতে সমর্থন করা যাবে না। জার্মানিতে হামাস পুরোপুরি নিষিদ্ধ সংগঠন বলে জানিয়ে দেন সেখানকার মন্ত্রী।
ইজরায়েলের মত একটি দেশকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে হামাস। তাই এই জঙ্গি সংগঠনকে সমর্থনের কোনও কার্যকলাপ জার্মানিতে চলবে না বলে সে দেশের মন্ত্রীর তরফে জানানো হয়।