দিল্লি, ১৬ সেপ্টেম্বর: মধ্যপ্রাচ্য়ে (Middle East) নামুক বলে যখন রাষ্ট্রসংঘের (UN)তরফে ক্রমাগত আবেদন করা হচ্ছে, সেই সময় গাজ়ায় (Gaza) হামলা থামাচ্ছে না ইজরায়েল (Israel)। গাজ়ার একাধিক জায়গায় বোমা ফেলতে শুরু করেছে ইজরায়েলি সেনা। কখনও আকাশ পথে গাজ়ায় বোমা ফেলা হচ্ছে আবার কখনও ওয়েস্ট ব্যাঙ্কে প্রবেশ করে হামলা করছে ইজরায়েল। যা নিয়ে গোটা বিশ্ব জুড়ে জোর চর্চা শুরু হয়েছে।
আর এবার প্যালেস্তাইনের ভূ খণ্ড গাজ়া থেকে একটি ফুটেজ সামনে এল। যেখানে দেখা যায়, গাজ়া প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেই সময়ও সেখানে বোমা ফেলতে শুরু করেছে আইডিএফ। আকাশ পথে গাজ়ার ভাঙাচোরা বাড়ির উপর ক্রমাগত হামলা চালাতে দেখা যায় নেতানিয়াহু বাহিনীকে।
সম্প্রতি কাতারের দোহায় হামলা চালায় ইজরায়েল। হামাসের শীর্ষ নেতারা দোহায় লুকিয়ে থাকতে পারে। এই আশঙ্কা থেকেই দোহায় হামলা চালায় ইজরায়েল। যার জেরে আরব বিশ্ব তোলপাড় হয়ে যায়।
আরও পড়ুন: Arab-Islamic Nato: আরব-ন্যাটো তৈরি করছে ইসলামিক দেশগুলি, দোহার বৈঠকে হাজির পাকিস্তান, তুর্কী
দেখুন কীভাবে গাজ়া ধ্বংস করছে ইজরায়েল...
IDF clearing the way in Gaza City pic.twitter.com/LZ5VimhWp6
— Open Source Intel (@Osint613) September 16, 2025
দোহায় যেভাবে ইজরায়েল হামলা চালায়, তার বিরুদ্ধে লড়তেই আরব-ন্যাটো তৈরির পরিকল্পনা চলছে। দোহায় ইতিমধ্যেই সেই বৈঠকও হয়েছে। যেখানে আরব দেশগুলি যেমন হাজির হয়, তেমনি ইসলামিক দেশের প্রতিনিধিও হাজির হন। পাকিস্তান এবং তুর্কীও সেই বৈঠকে হাজির হয়। সেখানে ইজরায়েলের উপর যাতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর প্রস্তাব দেওয়া হয়।
যে আরব-ন্যাটো তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে ইজিপ্টের তরফে, সেই সেনা বাহিনী ইসলামিক দেশগুলির পাশে দাঁড়াবে। ফলে আরবের সবচেয়ে শক্তিশালী সেনা বাহিনীর সঙ্গে আর কোন কোন বাহিনী দাঁড়াবে সংয়ুক্ত হয়ে এই আরব-ন্যাটো তৈরি হবে, তা সময়ই বলবে।