Retreat Ceremony At Petrapol: অনুপ্রবেশ ও গোরুপাচারের মতো সীমান্ত সমস্যা রুখতে সবরকম উদ্যোগ নিচ্ছে ভারত ও বাংলাদেশ

অনুপ্রবেশ ও গোরুপাচারের মতো সীমান্ত সমস্যা রুখতে ভারত ও বাংলাদেশ সবরকম চেষ্টা করছে। খুব তাড়াতাড়ি এই ধরনের সমস্যার সংখ্যা একদম শূন্যতে নিয়ে আসার জন্য দু দেশের ডিজিপিরা অক্লান্ত চেষ্টা করছেন বলে শনিবার দাবি করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

Photo Credits: ANI

ঢাকা: অনুপ্রবেশ (Infiltration) ও গোরুপাচারের (Cattle smuggling) মতো সীমান্ত সমস্যা (Cross-border) রুখতে ভারত (India) ও বাংলাদেশ (Bangladesh) সবরকম চেষ্টা করছে। খুব তাড়াতাড়ি এই ধরনের সমস্যার সংখ্যা একদম শূন্যতে নিয়ে আসার জন্য দু দেশের ডিজিপিরা (DGP) অক্লান্ত চেষ্টা করছেন বলে শনিবার দাবি করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান (Bangladesh Home Minister Asaduzzaman Khan)।

শনিবার সংবাদ সংস্থা এএনআই(ANI)-এর তরফে আসাদুজ্জামান খানকে প্রশ্ন করা হয় অনুপ্রবেশ ও গোরুপাচারের মতো দুদেশের মধ্যে থাকা সীমান্ত সমস্যা মেটাতে বাংলাদেশের পক্ষ থেকে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর উত্তরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "এটা শুধুমাত্র বাংলাদেশের দিক থেকে সমস্যার বিষয় নয়। এটা দুপক্ষেরই সমস্যা। বাংলাদেশের বর্ডার গার্ডের (Border Guards Bangladesh) ডিজিপি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (Border Security Force) ডিজিপি অক্লান্ত পরিশ্রম (Working hard) করছেন এই ধরনের সমস্যা মেটানোর জন্য। আশাকরি খুব তাড়াতাড়ি এগুলোর সংখ্যা একেবারে শূন্যতে এসে ঠেকবে।"

শনিবার পেট্রোপোল ((Petrapol) সীমান্তে রিট্রিট সেরিমনি (Retreat ceremony)-তে যোগ দিয়ে এই মন্তব্য করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে হাজির ছিলেন বাংলাদেশ বর্ডার গার্ডের সদ্য নিযুক্ত ডিজি মেজর জেনারেল এ কে এম নাজমুল (DG BGB Major General A K M Nazmul) ও বিএসএফের (BSF) সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের (South Bengal Frontier) ইন্সপেক্টর জেনারেল (Inspector General) আইপিএস অতুল ফুলজেলে (IPS Atul Fulzele)।