Honduras Prison Riot: জেলে ভয়াবহ সংঘর্ষ, জ্ব্যান্ত পুড়িয়ে, কুপিয়ে মারা হল ৪১ জন মহিলাকে

পোর্টে প্রকাশ, হন্ডুরাসের তামারা জেলে ২৬ জনকে জ্ব্যান্ত পুড়িয়ে মারা হয়। বাদবাকিদের কুপিয়ে খুন করা হয় বলে খবর। জেলের মধ্যে ভয়াবহ বিবাদের জেরে বেশ কয়েকজন গুরুতর আহত। তাঁদের ভর্তি করা হয়েছে টেগুসিগাল্পা হাসপাতালে।

Representational Image (Photo Credit: Pixabay)

টেগুসিগাল্পা, ২১ জুন: হন্ডুরাসের জেরে ভয়াবহ ঘটনা। হন্ডুরাসের একটি জেলে ভয়াবহ সংঘর্ষের জেরে পরপর ৪১ জনের মৃত্যুর খবর মেলে। হান্ডুরাসের ওই জেলে যাঁদের মৃত্যুর খবর মেলে, তাঁদের প্রত্যেকে মহিলা। পাশাপাশি মৃতদের বেশিরভাগের মাথায় পোড়া ক্ষত রয়েছে বলে খবর। রিপোর্টে প্রকাশ, হন্ডুরাসের তামারা জেলে ২৬ জনকে জ্ব্যান্ত পুড়িয়ে মারা হয়। বাদবাকিদের কুপিয়ে খুন করা হয় বলে খবর। জেলের মধ্যে ভয়াবহ বিবাদের জেরে বেশ কয়েকজন গুরুতর আহত। তাঁদের ভর্তি করা হয়েছে টেগুসিগাল্পা হাসপাতালে।

ঘটনার পরপরই ফরেন্সিক দলের সদস্যরা জেলে পৌঁছে যান। তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। জেলের ভিতরে সংঘর্ষের পর সেখানকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। জানা যায়, জেলের মধ্যে ছুরি থেকে ব্লেড, প্রায় সব ধরনের অস্ত্র মজুদ ছিল।



@endif