Israel-Gaza Conflict: বৈরুতে ইজরায়েলি হামলায় হিজবুল্লাহর মিডিয়া প্রধান নিহত

আফিফ সম্প্রতি সাংবাদিকদের কাছে তাঁর এক বিবৃতিতে বলেছিলেন, 'হিজবুল্লাহর কাছে ইজরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ লড়াই করার জন্য যথেষ্ট অস্ত্র রয়েছে।'

Israeli Strike on Beirut (Photo Credit: X)

নয়াদিল্লি: রবিবার লেবাননের রাজধানী বৈরুতে ইজরায়েলি (Israel) হামলায় হিজবুল্লাহর (Hezbollah) মিডিয়া সম্পর্ক প্রধান মহম্মদ আফিফ (Hezbollah's Media Relations Head Mohammad Afif) নিহত হয়েছেন। সূত্রে খবর, বৈরুতে সিরিয়ান বাথ পার্টির সদর দফতরে আইডিএফ হামলায় আফিফ নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরও চারজন নিহত হয়েছেন, তবে নিহতদের নাম উল্লেখ করেননি।

আল জাজিরা জানিয়েছে, আফিফ সশস্ত্র গোষ্ঠীর শীর্ষস্থানীয় মিডিয়া সম্পর্ক কর্মকর্তা হিসাবে দায়িত্ব নেওয়ার আগে কয়েক বছর ধরে হিজবুল্লাহর আল-মানার টেলিভিশন স্টেশন পরিচালনা করেছিলেন। আফিফ সম্প্রতি সাংবাদিকদের কাছে তাঁর এক বিবৃতিতে বলেছিলেন যে, 'হিজবুল্লাহর কাছে ইজরায়েলের বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ লড়াই করার জন্য যথেষ্ট অস্ত্র রয়েছে।'