Italy: সন্তানের 'কাস্টডি' নিয়ে স্বামীর সঙ্গে বিবাদ, ২ বছরের ছেলেকে খুন প্রাক্তন পর্ন তারকার

ক্যাটালিনের সঙ্গে তাঁর স্বামী নরোব্যাটের বেশকিছুদিন ধরে বিবাদ শুরু হয় ছেলের অধিকার নিয়ে৷ বিচ্ছেদের পর অ্যালেক্স কার কাছে থাকবে, তা নিয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়৷

Crime, Representational Image (Photo Credit: File Photo)

প্যারিস, ৭ অক্টোবর: বিচ্ছেদের পর সন্তানকে স্বামীর কাছে দেবেন না৷ এমন জেদ থেকে নিজের ২ বছরের সন্তানকে শেষ করে ফেললেন প্রাক্তন পর্ন তারকা (Former Porn Star ) ক্যাটালিন এসরেবেদ (Katalin Erzsebet)৷ ইতালির (Italy) এমন ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে৷

রিপোর্ট প্রকাশ, সম্প্রতি ইতালির একটি সুপারমার্কেট থেকে উদ্ধার হয় ক্যাটালিনের দু বছরের ছেলে অ্যালেক্সের মৃতেদহ৷ পুলিশ তদন্ত করতে নামলে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসতে শুরু করে প্রকাশ্যে৷ ক্যাটালিনের সঙ্গে তাঁর স্বামী নরোব্যাটের বেশকিছুদিন ধরে বিবাদ শুরু হয় ছেলের অধিকার নিয়ে৷ বিচ্ছেদের পর অ্যালেক্স কার কাছে থাকবে, তা নিয়ে দুজনের মধ্যে বিবাদ শুরু হয়৷ ওই বিবাদের জেরেই ক্যাটালিন নিজের ২ বছরের সন্তানকে খুন করেন বলে পুলিশের প্রাথমিক অনুমান৷

আরও পড়ুন: Mamata Banerjee: বিধায়ক পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

পুলিশ (Police) প্রাক্তন পর্ন তারকার ব্যাগ থেকে একটি ছুরি উদ্ধার করেছে৷ এমনকী, ওই শিশুর রক্তমাখা জামা, প্যান্টও কাছের একটি পোড়ো বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেছে৷ বুক এবং গলা দিয়ে অ্যালেক্সকে প্রায় ৯, ১০ বার কোপানো হয়েছে বলে অনুমান পুলিশের৷ যদিও ক্যাটালিন এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি৷



@endif