Cyclone Sitrang: 'ভালো থাকবেন', ঘূর্ণিঝড় এগোতেই বাংলাদেশের মানুষের জন্য 'দোয়া' মীরের

MIR (Photo Credit: Facebook)

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মুখ প্রবেশ করেছে বাংলাদেশে। মঙ্গলবার সকালে বাংলাদেশে বরিশাল এবং চট্টগ্রাম উপকূল পার করবে ঘূর্ণিঝড় সিত্রাং। ফলে ঘূর্ণিঝড়ের আতঙ্কে কাঁপছে বাংলাদেশের ১৩টি জেলা। বাংলাদেশের ১৩টি জেলার উপকূলবর্তী অঞ্চলের মানুষ যাতে সুস্থ থাকেন, সে বিষয়ে 'দোয়া' করছেন বলে জানান মীর।  নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রত্যেকের ভাল থাকার প্রার্থনা জানান মীর।