কংগ্রেসের পতাকা (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১২ নভেম্বর: পূর্ব ইউরোপের (East Europe) একটি রাষ্ট্র তুরস্ক (Turkey)। সমগ্র মানবসভ্যতার ইতিহাস জুড়েই তুরস্ক এশিয়া (Asia) এবং ইউরোপের মধ্যে সেতু হিসেবে কাজ করে আসছে। নানা বিচিত্র প্রভাব তুরস্ককে একটি নিজস্ব পরিচয় দান করেছে। এবার ভারত (India) এবং তুরস্ক এই দুই দেশের মধ্যে বানিজ্য-পর্যটন-সাংস্কৃতিক সম্পর্কের আরও উন্নতির লক্ষ্যে এই দেশে অফিস (Office) খুলল কংগ্রেস (Congress)।

গতকাল সোমবার ইস্তাম্বুলে (Insanbul) চালু হয়েছে অফিসটি। যার নেতৃত্বে রয়েছেন ইন্ডিয়ান ওভারসিস কংগ্রেসের সদস্য মোহাম্মদ ইউসুফ খান (Mohammad Yusuf Khan)। তুরস্কের অফিসিয়াল সংবাদ সংস্থা আনাদোলু শুধুমাত্র ইস্তাম্বুলে আইওসির অফিসের উদ্বোধন নিশ্চিত করেছে। এই বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম তো দুরস্থ সোশ্যাল মিডিয়াতেও (Social Media) কোন তথ্য দেওয়া হয়নি। এই নিয়েই কেন্দ্রে শাসক দল বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেসকে বিঁধে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়ার (Amit Malviya) বক্তব্য, "ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস, তুরস্কে অফিস খোলার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর চেষ্টায় মরিয়া। এই জন্য একজন প্রতিনিধিও নিয়োগ করা হয়েছে। জাতিসংঘের ৩৭০ ধারা বাতিল করার পরেই তুরস্ক পাকিস্তানকে সমর্থন করেছিল। আর তারপরেই এমনটা ঘটল।" আরও পড়ুন: Bangladesh Train Accident: বাংলাদেশে ২টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১৬; আহত শতাধিক

উল্লেখ্য, বিজেপির ওভারসিজ ফ্রেন্ডস (অফবিজেপি)-এর উপস্থিতি রয়েছে ৪০ টিরও বেশি দেশে (Country)। যারমধ্যে উল্লেখযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউকে।