Accident । Image used for representational purpose | (Photo Credit: ANI)

সোফিয়া, ২৩ নভেম্বর: বুলগেরিয়ায় (Bulgaria) বড়সড় দুর্ঘটনা। একটি বাসের ধাক্কায় মৃত্যু হল ৪৫ জনের। যা নিয়ে বুলগেরিয়া জুড়ে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ভয়াবহ ওই দুর্ঘটনায় (Accident)  যাঁদের মৃত্যু হয়, তাঁদের মধ্যে বেশ কয়েকজন শিশুও (Child) রয়েছে বলে খবর। বুলগেরিয়া সংবাদমাধ্যমের তরফে জানানো হয়,  প্রশাসনের প্রতিনিধিরা স্থানীয় হাসপাতালে পৌঁছে যান। ওই বাস দুর্ঘটনার জেরে কতজন আহত হয়েছেন, সে বিষয়ে এখনও স্পষ্ট ধারনা মেলেনি বলে খবর। তবে ৭ জন গুরুতর জখম বলে খবর। চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে নিয়ে য়াওয়া হয়েছে।

বুলেগেরিয়া প্রশাসনের কথায়, তাদের দেশে যতগুলি বড়সড় দুর্ঘটনা হয়েছে, তার মধ্যে সোমবারের এই দুর্ঘটনা অন্যতম। যেখানে একের পর এক মানুষের মৃত্যু হয়। বুলগেরিয়ার প্রধানমন্ত্রীও শোক প্রকাশ করেন ওই দুর্ঘটনার পরপরই।

আরও পড়ুন:  Aamir Khan: কিরণের সঙ্গে বিচ্ছেদের পর তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান? খবর ভাইরাল

বাস চালকের জন্যইওই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে যন্ত্রাংশের ত্রুটির জন্যও ওই দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা।