Bangladesh: কোটা সংস্কার আন্দোলনে কেন চুপ ছিলেন? জ্বালিয়ে দেওয়া হল প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বাড়ি
বাংলাদেশ জুড়ে কোটা সংস্কার নিয়ে যে বিক্ষোভ-আন্দোলন চলছিল তাতে কেন চুপ ছিলেন মর্তুজা? এই ক্ষোভে তাঁর বাড়িতে চড়াও হয় বিক্ষুব্ধ জনতা।
নয়াদিল্লিঃ দেশত্যাগ করেছেন প্রধানমন্ত্রী (Prime Minister) । বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার দেশ ছেড়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina। বাংলাদেশ এখন সেনার দখলে। ফের স্বাধীনতা ফিরে পেয়েছে বাংলাদেশ এমনটাই দাবি করছেন সে দেশের জনগন। আর এই স্বাধীনতার নামে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ওপার বাংলা। লুঠপাট থেকে শুরু করে বিরোধী এবং সংখ্যালঘুদের আক্রমণ অবাধে চলছে সবই। এ বার তারই আঁচ এসে পড়ল বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ও স্কিপার মাশরাফি বিন মর্তুজার বাড়িতেও। শেখ হাসিনার আওয়ামী লীগ দলের সাংসদ ছিলেন তিনি। সোমবার বিকেলে হুইপ ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার নড়াইলের বাড়িতে আগুন লাগিয়ে দেয় আন্দোলনকারীরা। বাড়ির ভিতরে থাকা গাড়ি সহ সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। এই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। বাংলাদেশ জুড়ে কোটা সংস্কার নিয়ে যে বিক্ষোভ-আন্দোলন চলছিল তাতে কেন চুপ ছিলেন মর্তুজা? এই ক্ষোভে তাঁর বাড়িতে চড়াও হয় বিক্ষুব্ধ জনতা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী দেশ ছাড়তেই জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্তত ২৫ নেতা-কর্মীর বাড়ি, গাড়ি, দোকানপাট ভাংচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়।