Bangladesh Protest: 'বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়', ভারতের অবস্থানে 'বেদনাহত' নোবেলজয়ী মহম্মদ ইউনুস

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানেই তিনি বাংলাদেশের বিক্ষোভকে সে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে চিহ্নিত করেন। যা দেখে কার্যত ক্ষোভ প্রকাশ করেন মহম্মদ ইউনুস।

Muhammad Yunus.jpg (Photo Credit: Instagram)

ঢাকা, ৫ অগাস্ট: বাংলাদেশে (Bangladesh) যা হচ্ছে, তা পড়শি দেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের বিক্ষোভ, আন্দোলন নিয়ে এমনই মন্তব্য করা হয় ভারতের বিদেশ মন্ত্রকের তরফে। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন নোবেলজয়ী মহম্মদ ইউনুসের তরফে। নোবেলজয়ী বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে ভারতের তরফে যে মন্তব্য করা হয়, তা আমাকে বেদনাহত করেছে। ভাইয়ের বাড়িতে যখন আগুন লেগেছে, তখন একে অভ্যন্তরীণ বিষয় বলে কীভাবে মন্তব্য করা হয় দিল্লির তরফে।

প্রসঙ্গত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সেখানেই তিনি বাংলাদেশের বিক্ষোভকে সে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে চিহ্নিত করেন। যা দেখে কার্যত ক্ষোভ প্রকাশ করেন মহম্মদ ইউনুস (Muhammad Yunus)।

আরও পড়ুন: Bangladesh Protest: 'ফুটন্ত' বাংলাদেশে ঝরছে প্রাণ, দেশবাসীর নিরাপত্তায় ছুটি ঘোষণা হাসিনার, আওয়ামী লিগ সরকারের 'পতন' চাইছে শিক্ষক সংগঠনও

বাংলাদেশ খন অশান্ত, দেশের ৭ কোটি মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, সেই সময় সীমান্ত শান্ত থাকতে পারে না। বাংলাদেশে পরিস্থিতির আঁচ পড়শি দেশের সীমান্ত হয়ে সে দেশেও প্রবেশ করতে পারে বলেও মন্তব্য করেন ইউনুস।