Afghan Pop Star Aryana Sayeed: শেষ করে দেবে তালিবান? আফগানিস্তান ছেড়ে পালালেন পপ তারকা আরিয়ানা
তালিবান আফগানিস্তান দখল করার পর থেকে আরিয়ানাকে নিয়ে চিন্তা বাড়তে শুরু করে ভক্তদের৷ যে কোনওভাবে তিনি আফগানিস্তান ছাড়তে চান৷ এমনই জানান পপ তারকা৷
কাবুল, ২০ অগাস্ট: আফগানিস্তান থেকে পালিয়েছেন আরিয়ানা সইদ৷ তালিবান রাজত্বে কোনওভাবেই তিনি আর আফগানিস্তানে থাকতে পারবেন না৷ সেই ভয়ে মার্কিন বিমানে চেপে কাবুল ছাড়েন আফগানিস্তানের জনপ্রিয় পপ তারকা (Afghan pop star) আরিয়ানা সইদ৷
আরিয়ানা (Aryana Sayeed ) জানান, তিনি ভাল আছেন আপাতত৷ বেশ কয়েক রাত পরপর জেগে থাকার পর তিনি দোহায় পৌঁছেছেন৷ কাতার থেকে তিনি ইস্তানবুলে ভালভাবে পৌঁছতে পারবেন বলে আশা প্রকাশ করেন আরিয়ানা৷ প্রসঙ্গত বর্তমানে ইনস্টাগ্রামে (Instagram) আরিয়ানাকে ফলো করেন ১.৩ মিলিয়ন ভক্ত৷ আরিয়ানা দোহায় (Doha) পৌঁছে তাঁর আফগান স্বামী হাসিব সইদের সঙ্গে দেখা করেন৷ এরপর দুজনে নিরাপদে ইস্তানবুলে নিজের বাড়িতে পৌঁছতে পারবেন বলেও আশা প্রকাশ করেন আরিয়ানা৷
View this post on Instagram
আরও পড়ুন: Taliban: আফগানিদের সাহায্যে সীমান্ত খোলা রাখুন, আফগানিস্তানের পড়শি দেশগুলির কাছে আবেদন রাষ্ট্রসংঘের
তালিবান (Taliban) আফগানিস্তান (Afghanistan) দখল করার পর থেকে আরিয়ানাকে নিয়ে চিন্তা বাড়তে শুরু করে ভক্তদের৷ যে কোনওভাবে তিনি আফগানিস্তান ছাড়তে চান৷ এই আশঙ্কায় থেকে শেষ পর্যন্ত মার্কিন বিমানে চেপে আফগানিস্তান ছাড়েন আরিয়ানা৷
প্রসঙ্গত ২০১৫ সালে কার্যত ইতিহাস সৃষ্টি করেন আরিয়ানা৷ ওই সময় প্রথম একজন মহিলা হিসেবে স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি৷ একজন মহিলা হয়েও ওইদিন হিজাব পরতে দেখা যায়নি আরিয়ানাকে৷ তালিবানের ভয় কাটিয়ে ওই সময় আরিয়ানা নিজেকে গানের মাধ্যমে উজাড় করে দেন৷
এমনই একজন জনপ্রিয় পপ তারকা অবশেষে তালিবানের ভয়ে দেশ ছড়াতে বাধ্য হন৷ যা দেখে আশঙ্কায় আরিয়ানার অনুরাগীরা৷