Maldives Fire Video: মালদ্বীপে ভয়াবহ আগুনে ঝলসে মৃত্যু ৯ ভারতীয়র, দেখুন ভিডিয়ো
মালের বহুতলে যে ১০ জনের মৃত্যু হয়, তার মধ্যে ১ জন বাংলাদেশি। কীভাবে মালের ওই বহুতলের গ্যারাজে আগুন লাগল, সে বিষয়ে তদন্ত করা হবে বলে জানান মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলি। পাশাপাশি অত্যন্ত দুঃখজনক ঘটনা বলেও নিজের ট্যুইটে উল্লেখ করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।
মালে, ১০ নভেম্বর: ফের বিদেশে ৯ ভারতীয় মৃত্যু ঘিরে জল্পনা ছড়িয়েছে। মালদ্বীপের (Maldives) রাজধানী মালেতে (Male) ভয়াবহ আগুনের জেরে পরপর ৯ ভারতীয়র মৃত্যু হয়। মালদ্বীপ প্রশাসনের তরফে জানানো হয়েছে, মালেতে আগুন ধরার পর ১০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৯ জন ভারতীয়। রিপোর্টে প্রকাশ, মালের এক বহুতলের গ্যারাজে আগুন লাগে। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে পরপর ১০ জনের মৃত্যু হয়। ভয়াবহ আগুনের জেরে যে ৯ ভারতীয়র মৃত্যু হয়, তার জেরে শোক প্রকাশ করা হয় ভারতীয় দূতাবাসের তরফে। ভারতীয়দের মৃত্যুর পর মালদ্বীপ প্রশাসনের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানানো হয় দূতাবাসের তরফে।
এএফপির রিপোর্ট অনুযায়ী, মালের বহুতলে যে ১০ জনের মৃত্যু হয়, তার মধ্যে ১ জন বাংলাদেশি। কীভাবে মালের ওই বহুতলের গ্যারাজে আগুন লাগল, সে বিষয়ে তদন্ত করা হবে বলে জানান মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সোলি। পাশাপাশি অত্যন্ত দুঃখজনক ঘটনা বলেও নিজের ট্যুইটে উল্লেখ করেন মালদ্বীপের প্রেসিডেন্ট।
মালদ্বীপের তরফে জানানো হয়, মালেতে আগুনের জেরে য়াঁদের মৃত্যু হয়, তাঁরা প্রত্যেকে পরিযায়ী শ্রমিক। কাজের জন্যই ওই ১০ জন ভারত, বাংলাদেশ থেকে মালদ্বীপে যান।