Dilip Ghosh: 'বাংলায় ৫ বছর আগে বিজেপির নাম কেউ উচ্চারণ করত না', বললেন দিলীপ ঘোষ
দিলীপ ঘোষ বলেন, ৫ বছর আগে যখন তাঁরা শুরু করেছিলেন, তখন পশ্চিমবঙ্গের ছবি অন্যরকম ছিল৷ ওই সময় বাংলায় কারও মুখে বিজেপির নাম শোনা যেত না৷ বর্তমানে বিজেপি পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল৷
কলকাতা, ২১ সেপ্টেম্বর: বিজেপির (BJP) রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে৷ রাজ্য সভাপতি থেকে তিনি এখন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি৷ বিরোধীরা দিলীপ ঘোষের এই পদ পরিবর্তনকে অন্য চোখে দেখলেও, নিজের জায়গায় অনড় গেরুয়া শিবিরের এই দাপুটে নেতা৷
মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআইয়ের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ৫ বছর আগে যখন তাঁরা শুরু করেছিলেন, তখন পশ্চিমবঙ্গের (West Bengal) ছবি অন্যরকম ছিল৷ ওই সময় বাংলায় কারও মুখে বিজেপির নাম শোনা যেত না৷ বর্তমানে বিজেপি পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল৷ তৃণমূলের মতো বিজেপিরও পশ্চিমবঙ্গে সমান ক্ষমতা৷ তাই দল বুঝেশুনেই সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) রাজ্য সভাপতির পদ দিয়েছে বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ৷
কী বললেন দিলীপ ঘোষ দেখুন...
এসেবর পাশাপাশি দিলীপ ঘোষ (Dilip Ghosh) আরও বলেন, বাংলার জন্য তাঁর লড়াই সব সময় জারি৷ অভিজ্ঞতার দরুণই তিনি কেকন্দ্রীয় স্তরে আরও বড় দায়িত্ব পেলেন বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ৷ তবে বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়াতেই দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে বিজেপি সরিয়ে দেয় বলে দাবি বিরোধীদের৷