West Bengal: রাজ্যে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, বিধানসভায় বিক্ষোভ প্রদর্শন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

ডেঙ্গুকে বাংলায় মহামারী বলে বিধানসভায় বিক্ষোভঊ দেখান শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari (Photo Credit: ANI/Twitter)

ডেঙ্গু কলকাতায় মহামারির আকার ধারণ করেছে সোমবার বিধানসভায় এসে ডেঙ্গু নিয়ে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করলেন বিরোধী দলনেতা। তিনি জানান,"এটা পশ্চিবঙ্গের জন্য মহামারী, হাসপাতালে ভর্তি করা নেই, কোন চিকিৎসা নেই, কোন মেডিকেল কিট নেই, কিছুই নেই, কোন বরাদ্দও নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহযোগীতা চাইছেন, আমরা সহযোগীতা করব। কিন্তু বরাদ্দও তো দিতে হবে, টেস্ট কিট কোথায়? "।

বেশ কেয়কদিন ধরেই ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। শহরতলি এলাকায় মৃত্যুর সংখ্যা বাড়ার কারণে উদ্বিগ্ন সরকারও। ইতিমধ্যেই সরকারী হাসপাতালগুলিতে ডেঙ্গুর চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্টদের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এমাসেই ডেঙ্গিতে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সূত্র থেকে জানা গেছে ডেঙ্গি আক্রান্তের ক্ষেত্রে সবথেকে এগিয়ে রয়েছে বিধাননগর এলাকা। তরপরে রয়েছে দুর্গাপুর, রাণাঘাট সহ আরও বেশ কিছু জেলা।