কলকাতা, ১৬ মার্চ: মদের (Alcohol) আসরে মর্মান্তিক ঘটনা। মদের আসরে মদের সঙ্গে জলের পরিবর্তে রাসায়নিক মিশিয়ে খাওয়ার ফলে মৃত্যু হয় ৩ জনের। গুরুতর অসুস্থ হয়ে পড়েন আরও ৩ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরের ওই ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বারুইপুরের ওই ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান বৈষ্ণব তিওয়ারি।
মঙ্গলবার বারুইপুরের (Baruipur) উত্তর রানা গ্রামে মনসা পুজো উপলক্ষ্যে গানের আসর বসে। মনসা গানের সময় সেখানে মদের আসর বসান স্থানীয় কয়েকজন। ওই মদের আসরে জলের পরিবর্তে রাসায়নিক মিশিয়ে খাওয়ার পর মর্মান্তিক ঘটনা ঘটে। রাসায়নিক মেশানো মদ খাওয়ার পরপরই ৩ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আরও ৩ জনকে স্থানীয় হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়।
আরও পড়ুন : Alia Bhatt: ঊনত্রিশে আলিয়া, মালদ্বীপের নির্জন সৈকতে দিন কাটছে নায়িকার, দেখুন ভিডিয়ো
মৃতদের পরিবারগুলির সঙ্গে কথা বলে, প্রশাসনের তরফে তাঁদের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে বলে খবর।