IPL Auction 2025 Live

West Bengal: পাঁচটি জেলার ৬৯৭ টি বুথে পুনঃনির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের

পুরুলিয়া, বীরভূম, জলপাইগুড়ি, নদীয়া এবং দক্ষিণ ২৪ পরগণা এই পাঁচটি জেলায় পুনঃনির্বাচন করবে নির্বাচন কমিশন

প্রতীকী ছবি ( Photo Credit: Twitter@ians_india)

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিস্তর গন্ডগোল এবং সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিরোধীরা।কোথাও মারামারি তো কোথাও ব্যালট বাক্স লুঠ। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী থাকাও সত্বেও শান্তিপূর্ণ ভাবে হয়নি নির্বাচন। তাই বেশ কিছু বুথে পুর্ননির্বাচনের দাবি জানিয়েছিলেন বিরোধী দলগুলি। এবার সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পর রাজ্যের পাঁচটি জেলায় ৬৯৭ টি বুথে পুনরায় নির্বাচন করতে চলেছে নির্বাচন কমিশন।

পুরুলিয়া, বীরভূম, জলপাইগুড়ি, নদীয়া এবং দক্ষিণ ২৪ পরগণা এই পাঁচটি জেলায় পুনঃনির্বাচন করবে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার সত্বেও এবারও খুন আটকানো যায়নি নির্বাচনে। রাজ্য়ের বিভিন্ন জায়গায় সন্ত্রাসের পরিবেশ লক্ষ্য করা গেছে।যে সমস্ত জায়গায় ভোট অবাধ ও শান্তিপূর্ণ হয়নি। সেখানে পুনরায় নির্বাচনের সময় যাতে অশান্তি না হয় সেদিকেও লক্ষ্য় রাখবে রাজ্য নির্বাচন কমিশন।