West Bengal : ইডির ওপর হামলার নিন্দা তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের, এই ধরনের ঘটনা নতুন নয় পাল্টা দিলীপ ঘোষের

তৃণমূলের দলের লোকেরায় এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের সরকারের উচিত ব্যবস্থা নেওয়া। ইডির ওপর হামলার প্রসঙ্গে দাবি দিলীপ ঘোষের

Photo Credits: ANI

রেশন দুর্নীতি কান্ডে তদন্তে গিয়ে ইডির আক্রান্ত হওয়ার ঘটনায় নিন্দা জানিযেছিলেন তৃণমূল সাসংদ শতাব্দী রায় (Satabdi Roy)।তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এই বিষয়ে তিনি জানান,  "তিনি এমন ভাবে বলছেন যেন এই ধরনের ঘটনা এই প্রথম ঘটছে। সন্দেশখালির ঘটনা গোটা দেশের কাছে বিরক্তিকর বার্তা দিয়েছে। যদি দেশের সীমান্ত সুরক্ষিত না থাকে। অসামাজিক কার্যকলাপ যদি সেখানে চলতে থাকে তাহলে সেখানে আইন শৃঙ্খলা থাকবে না। এটা উদ্বেগের বিষয়। এটা তাদের সরকার। তাদের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।তাদের নিজেদের নেতেরাই এই ধরনের কান্ড ঘটাচ্ছে।"

রেশন দুর্নীতি কান্ডে জোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ট সেখ শাহাজাহানের দলবলের হাতে আক্রান্ত হয় ইডির আধিকারিকরা। তাদের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বাদ যায়নি সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।