West Bengal : ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাধা সৃষ্টি করছে বাংলার সরকার, যড়যন্ত্রের দাবি কংগ্রেস সাংসদের
মুর্শিদাবাদের বহরমপুরে শেষ মূহূর্তে অনুষ্ঠান করতে অনুমতি না দেওয়ায় ক্ষোভ কংগ্রস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর
ভারত জোড়ো ন্যায় যাত্রার (Bharat Joro Nyay Yatra) মিছিলে বাধা তৈরি করার জন্য মমতা বন্দোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ জানালেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।রাজ্য কংগ্রেসের সভাপতি জানান, ফেব্রুয়ারী মাসের ১ তারিখে বহরমপুরের স্টেডিয়ামে রাহুল গান্ধীর (Rahul Gandhi) অনুষ্ঠান করতে না দেওয়া রাজ্য সরকারের একটি ষড়যন্ত্র।
এই বিষয়ে তিনি জানান, '' আমরা বহরমপুর স্টেডিয়ামে আগেভাগে মিটিং করার জন্য অনুমতি চেয়েছিলাম।যাইহোক শেষ মূহূর্তে অনুমতি দেওয়া হয়নি। যা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র।যদিও এই বিষয়ে তৃণমূল নেতা অপূর্ব সরকার জানিয়েছেন যে মুখ্য়মন্ত্রীর সভা করার দিনক্ষন কথা আগে থেকেই নির্ধারিত ছিল, তাই ষড়যন্ত্রের কোন প্রশ্নই ওঠে না।''
সম্প্রতি এই যাত্রার বিষয়ে মমতা ব্যানার্জীকে না জানানোয় ক্ষুব্ধ হন তিনি। বাংলায় রাজনৈতিকভাবে একা চলার সিদ্ধান্ত নেন। তারপর থেকেই কোচবিহারে আসার পর বিভিন্ন ভাবে বারত জোড়ো ন্যায় যাত্রার অনুষ্ঠানে বাধার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার অনুমতি চেয়েও পাননি তা বলে অভিযোগ কংগ্রেস নেতৃত্বের।