West Bengal : লালবাজার থেকে মুক্ত ফ্যাক্ট ফাইন্ডিং টিম, দেখা করবেন রাজ্যপালের সঙ্গে

সন্দেশখালিতে যাওয়ার পথে গ্রেফতার করা হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে

Sandeshkhali (Photo Credit: ANI/Twitter)

সন্দেশখালিতে পরিদর্শনে যাওয়া ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে অবশেষে ছাড়ল লালবাজার। নারী নির্যাতন সহ বিভিন্ন ঘটনায় খতিয়ে দেখতে সন্দেশখালিতে গিয়েছিলেন তাঁরা। তবে সেখান থেকে তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে (Lalbazar)।

এদিন লালবাজার থেকে মুক্ত হয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এক সদস্য তথা পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এল নরসীমা রেড্ডি জানান, "আমাদেরকে সেকশন ১৫১ সিআরপিসি ধারায় গ্রেফতার করা হয়েছিল। তারা আমাদেরকে এখানে নিয়ে এসেছে, জামিনের কাগজ দেখানোর পরে আমরা এখান থেকে মুক্ত হই।'

'আমরা রাজ্যপালের কাছে যাব এবং বিযটির পূর্ণাঙ্গ বিবরন দেব। আমরা কিছুই করিনি অথচ আমাদের গ্রেফতার করা হল। এটা শুধুমাত্র বাংলাতেই সম্ভব। গোটা দেশ দেখছে এখানে কি হচ্ছে। দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। নির্যাতিতারা চাপের মধ্যে রয়েছে। এই সিদ্ধান্ত (রাষ্ট্রপতি শাসন)একমাত্র সরকারের পক্ষেই নেওয়া সম্ভব।"