Sandeshkhali (Photo Credit: ANI/Twitter)

সন্দেশখালিতে পরিদর্শনে যাওয়া ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে অবশেষে ছাড়ল লালবাজার। নারী নির্যাতন সহ বিভিন্ন ঘটনায় খতিয়ে দেখতে সন্দেশখালিতে গিয়েছিলেন তাঁরা। তবে সেখান থেকে তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে (Lalbazar)।

এদিন লালবাজার থেকে মুক্ত হয়ে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এক সদস্য তথা পাটনা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এল নরসীমা রেড্ডি জানান, "আমাদেরকে সেকশন ১৫১ সিআরপিসি ধারায় গ্রেফতার করা হয়েছিল। তারা আমাদেরকে এখানে নিয়ে এসেছে, জামিনের কাগজ দেখানোর পরে আমরা এখান থেকে মুক্ত হই।'

'আমরা রাজ্যপালের কাছে যাব এবং বিযটির পূর্ণাঙ্গ বিবরন দেব। আমরা কিছুই করিনি অথচ আমাদের গ্রেফতার করা হল। এটা শুধুমাত্র বাংলাতেই সম্ভব। গোটা দেশ দেখছে এখানে কি হচ্ছে। দুষ্কৃতীরা ঘুরে বেড়াচ্ছে। নির্যাতিতারা চাপের মধ্যে রয়েছে। এই সিদ্ধান্ত (রাষ্ট্রপতি শাসন)একমাত্র সরকারের পক্ষেই নেওয়া সম্ভব।"

 


আপনি এটাও পছন্দ করতে পারেন

Amit Shah: চতুর্থ দফা শেষেই সংখ্য়াগরিষ্ঠতা পেয়ে গিয়েছে মোদী সরকার, বাকি তিনে হবে ৪০০ পার, বনগাঁর জনসভায় দাবি অমিত শাহর

Lok Sabha Election 2024: রাজ্যে চার দফায় ১৮টি আসনে ভোট শেষ, বাকি ২৪টি লোকসভায়, মাঝপথে কে কোথায় দাঁড়িয়ে

Sandeshkhali: গঙ্গাধর কয়ালের মামলার শুনানি আজ

Lok Sabha Elections Phase 4 Voter Turnout: উৎসাহ কম! দেশে চতুর্থ দফায় ভোট পড়ল ৬৩ শতাংশ, ফার্স্ট বয় বাংলায় ভোটদানের হার ৭৬ শতাংশ

Mamata Banerjee: 'NRC হতে দেব না', বনগাঁর জনসভা থেকে স্পষ্ট বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

Loksabha Election 2024: 'দিকে-দিকে রাজনৈতিক হিংসা ছড়াচ্ছে তৃণমূল'- বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

West Bengal Voter's Turnout: বিক্ষিপ্ত অশান্তির মধ্যে রাজ্যে চতুর্থ দফার ভোট, দুপুর ১টা অবধি ভোট পড়ল ৫১.৮৭ শতাংশ

Sandeshkhali: সবকিছুই বিজেপির চক্রান্ত, এই ধরণের ঘটনা মেনে নেওয়া যায় না! মন্তব্য সুকুমার মাহাতোর