WBCHSE Class 12th Result 2023 Out: প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল, ৪৯৭ নম্বর পেয়ে প্রথম স্থানে রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সরকার, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর
পরীক্ষার ৫৭ দিনের মাথায় ফল ঘোষণা করল উচ্চ মাধ্যমিক সংসদ। বেলা ১২ টা থেকে উচ্চ মাধ্যমিক সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in থেকে রেজাল্ট দেখা যাচ্ছে।
প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল (WBCHSE Class 12th Result 2023 Out)। আজ বুধবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক ২০২৩ এর রেজাল্ট। পরীক্ষার ৫৭ দিনের মাথায় ফল ঘোষণা করল উচ্চ মাধ্যমিক সংসদ। বেলা ১২ টা থেকে উচ্চ মাধ্যমিক সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.nic.in থেকে রেজাল্ট দেখা যাচ্ছে।
৪৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র শুভ্রাংশু সরকার। দ্বিতীয় স্থানে রয়েছেন দুজন। ৪৯৫ পেয়ে যুগ্ম দ্বিতীয় সুষমা খান এবং আবু সামা। তৃতীয় স্থানে তিন জন। তমলুকের ছাত্র চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের ছাত্রী অনুসূয়া সাহা ও আলিপুরদুয়ারের ছাত্রী পিয়ালী দাস। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৯৪।
চলতি বছরে উচ্চ মাধ্যমিকে পাশের হার ৮৯.২৫ শতাংশ। উচ্চ মাধ্যমিকে পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার পরীক্ষার্থী। অধিকাংশ পাশের হার পূর্ব মেদিনীপুর থেকে। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগণা। পাশের হারে কলকাতা রয়েছে দশম স্থানে।
উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সকল পরিক্ষার্থীদের টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৩১ মে থেকে ছাত্র ছাত্রীদের মার্কশিট দেওয়া হবে। নিজেদের স্কুল থেকেই মার্কশিক সংগ্রহ করতে হবে ছাত্র ছাত্রীদের।