WB Weather Update: ঘূর্ণিঝড় ও অক্ষরেখার প্রভাবে আজ বিকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা, জানাল আবহাওয়া অফিস

গতকাল কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, নদীয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই নেমে আসে।

WB Thunderstorm and Rain Photo Credit: Twitter@ImdKolkata

ঘূর্ণাবর্ত ও অক্ষরেখার প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।কলকাতায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এদিকে গতকাল (৯ মে) কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, নদীয়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই নেমে আসে।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার দশমিক ৯ ডিগ্রি কম।