Rajya Sabha: রাজ্যসভায় অর্পিতার আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো

রাজ্যসভায় (Rajya Sabha) অর্পিতা ঘোষের (Arpita Ghosh) ছেড়ে যাওয়া আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে (Luizinho Faleiro) মনোনীত করল তৃণমূল (TMC)।

TMC Flag (Photo Credit: Twitter/AITC)

কলকাতা, ১৩ নভেম্বর: রাজ্যসভায় (Rajya Sabha) অর্পিতা ঘোষের (Arpita Ghosh) ছেড়ে যাওয়া আসনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে (Luizinho Faleiro) মনোনীত করল তৃণমূল (TMC)। এদিন দলের টুইটার হ্যান্ডেলে একথা জানানো হয়েছে। টুইটে লেখা হয়, ‘লুইজিনহো ফেলেইরোকে সংসদের উচ্চকক্ষে মনোনীত করতে পেরে আমরা অত্যন্ত খুশি। জাতির সেবা করার জন্য তাঁর আগ্রহ সাধারণ মানুষের কাছে ব্যাপক ভাবে প্রশংসিত হবে বলেই আমরা বিশ্বাস করি।’

নির্বাচন হবে ২৯ নভেম্বর। আর অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ নভেম্বর। আরও পড়ুন: শীত পড়তে না পড়তেই ছন্দপতন হঠাৎ বৃষ্টিতে, কলকাতা সহ রাজ্যে বাড়ল তাপমাত্রা

লুইজিনহো ফালেইরো গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে তৃণমূলের জাতীয় সহ সভাপতি। এই মুহূর্তে গোয়া তৃণমূলের দায়িত্বেও রয়েছেন তিনি। এই মুহূর্তে যা অবস্থা তাতে লুইজিনহোর বিরুদ্ধে কোনও বিরোধী দল প্রার্থী দেবেনা এমনটাই জানা যাচ্ছে। লুইজিনহো টুইট করে পার্টির সদস্যদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এছারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁকে মনোনিত করার জন্য।

তৃণমূল যেভাবে ভারতের অন্যান্য রাজ্যে নিজেদের সংগঠন বিস্তার করার কাজ শুরু করেছে তারই একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছে তাদের রাজ্যসভার মনোনয়নের মাধ্যমে। এর আগে সুস্মিতা দেব কে রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হয় এবং পরবর্তীকালে তিনি জয়লাভ করেন। এবার প্রার্থী হতে চলেছেন লুইজিনহো ফালেইরো। তৃণমূলের ভারতব্যাপী উপস্থিতির একটি প্রতিচ্ছবি রাজ্যসভায় সৃষ্টির চেষ্টা করছে তৃণমূল।