Saayani Ghosh: যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে আগরতলা থানায় তলব
পুরভোটের আগে ফের উত্তেজনার চোরা স্রোত ত্রিপুরায় (Tripura)। এবার যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে (Saayani Ghosh) থানায় তলব করল আগরতলা থানার পুলিশ।
আগরতলা, ২১ নভেম্বর: পুরভোটের আগে ফের উত্তেজনার চোরা স্রোত ত্রিপুরায় (Tripura)। এবার যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষকে (Saayani Ghosh) থানায় তলব করল আগরতলা থানার পুলিশ। জানা গিয়েছে, সায়নী ঘোষের খোঁজে পুলিশ হোটেলে আসে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তিনি পুলিশ আধিকারিককে প্রশ্ন করেন, সায়নীকে থানায় নিয়ে যাওয়ার কোনও নোটিস আছে কি?
তৃণমূলের দাবি, পুলিশ কোনও নোটিস দেখাতে পারেনি। কিন্তু পুলিশ জানায়, সায়নীর বিরুদ্ধে ‘হিট অ্যান্ড রান’-এর অভিযোগ আছে। এর পর সুস্মিতা দেব (Susmita Dev), কুণাল ঘোষ (Kunal Ghosh), অর্পিতা ঘোষ(Arpita Ghosh) সায়নীকে নিয়ে আগরতলা মহিলা থানায় যান। তৃণমূলের অভিযোগ, শনিবার রাতে তাঁরা প্রচার সেরে হোটেলে ফেরার পরই মধ্যরাত থেকেই তাঁদের হোটেল ঘিরে ফেলে পুলিশ। আরও পড়ুন: চাঁদা তুলে পড়ুয়াদের টিফিন খাইয়ে নজির দুইল্যা পাঁচপাড়া স্কুলের
দেখুন ভিডিও
প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট৷ তার আগে প্রচারের শেষবেলায় ঝড় তুলতে তারকাদের হাজির করিয়ে বড় চমক দিতে চাইছে ঘাসফুল শিবির৷ ইতিমধ্যেই ধাপে ধাপে ত্রিপুরায় পৌঁছচ্ছেন দলের একাধিক তারকা নেতা, বিধায়ক, সাংসদরা৷ তৃণমূলের প্রচার সূচি অনুযায়ী, প্রতিদিনই আগরতলায় পৌঁছচ্ছেন দলের কোনও না কোনও তারকা নেতা, নেত্রীরা৷ সেই তালিকায় নাম রয়েছে জুন মালিয়া, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, সায়নী ঘোষরা৷ আগামী ২৩ নভেম্বর ত্রিপুরায় প্রচার সারবেন অভিনেতা সাংসদ দেব৷