Pradip Mukherjee Passes Away: সেপ্টিসেমিয়ায় নিভল প্রদীপ, প্রয়াত ‘জনঅরণ্যে’র ‘সোমনাথ’

প্রয়াত প্রবাদপ্রতিম অভিনেতা এবং সত্যজিৎ রায়ের "জন অরণ্য" খ্যাত "সোমনাথ" ওরফে প্রদীপ মুখোপাধ্যায় (Pradip Mukherjee) ।

Pradip Mukherjee Dies

প্রয়াত প্রবাদপ্রতিম অভিনেতা এবং সত্যজিৎ রায়ের "জন অরণ্য" খ্যাত "সোমনাথ" ওরফে প্রদীপ মুখোপাধ্যায় (Pradip Mukherjee) । রবিবার সকাল ৮টা বেজে ১৫ মিনিটে তার মৃত্যু হয়। ফুসফুসে সংক্রমণ নিয়ে নাগের বাজারের দমদম ক্যান্টনমেন্ট হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে দেওয়া হয় তাঁকে। ফুসফুসে সংক্রমণ তো ছিলই তার সঙ্গে নিউমোনিয়াও হয়েছিল তাঁর। এছাড়া সসম্প্রতি সেপ্টিসেমিয়া বা রক্তে বিষক্রিয়ার মতো অসুখও ধরা পড়েছিল। আরও পড়ুন- City Of Markham Naming A Street After AR Rahman: মিউজিক ম্যাস্ট্রোকে বিশেষ সম্মান, এআর রহমানের নামে কানাডার মারখাম শহরের রাস্তার নামকরণ

সম্প্রতি নির্মল চক্রবর্তী পরিচালিত "দত্তা" - এর শুটিং করছিলেন তিনি। দু’দিন শুটিং করার পরেই অসুস্থ হয়ে পড়েন। প্রথমে নাগের বাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে এবং তারপর দমদম ক্যান্টনমেন্টের মিউনিসিপ্যাল হাসপাতালে ভর্তি করা হয়। শেষরক্ষা হল না। সেখান থেকেই অমৃতলোকে পাড়ি দিলেন প্রদীপ মুখোপাধ্যায়। রেখে গেলেন এক পুত্র, কন্যা ও স্ত্রীকে।  প্রদীপবাবুর প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পরিবারকে গভীর সমবেদনা জানিয়েছেন।

সত্যজিৎ রায়ের জন অরণ্য ছবিতে "সোমনাথ" - এর চরিত্র তাঁকে বাংলা ছবির জগতে একই সঙ্গে  জনপ্রিয়তা ও পরিচিতি দিয়েছিল। এছাড়া "সতী", "পুরুষোত্তম", "হীরের আংটি", "গোলাপ বউ", "দৌড়", "দূরের নদী", "অশ্লীলভার দায়ে", "অন্বেষন", "চপার" ইত্যাদি ছবিতে। এছাড়া তিনি সত্যজিৎ রায়ের "শাখা প্রশাখা" ছবিতেও অভিনয় করেছিলেন। এছাড়াও তিনি "বাক্স রহস্য "," যেখানে ভূতের ভয়", "ফালতু", "আমি আদু", "শত্রু ", "গোরস্থানে সাবধান "," গয়নার বাক্স " ইত্যাদি ছবিতে অভিনয় করেন তিনি।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now