RG Kar Hospital Incident: আরজি কর ধর্ষণ মামলায় বড় পদক্ষেপ সিবিআইয়ের, গ্রেফতার সন্দীপ ঘোষ সহ এক পুলিশ আধিকারিক

প্রথমে আরজি কর দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ। অবশেষে এবার তিনি গ্রেফতার হলেন জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায়।

প্রথমে আরজি কর দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। অবশেষে এবার তিনি গ্রেফতার হলেন জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায়। জানা যাচ্ছে, শনিবার রাতেই তাঁকে গ্রেফতার করেছেন সিবিআই আধিকারিকরা। সেই সঙ্গে এই মামলায় তথ্য প্রমাণ লোপাট ও নষ্ট করার অভিযোগে গ্রেফতার করা হয় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। একদিকে যখন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল নিরাশ হয়ে কালীঘাট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে ফিরছিলেন, তখনই অন্যদিকে সিবিআইয়ের তরফ থেকে গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করা হয়। এই খবর সামনে আসতেই আন্দোলনরত চিকিৎসকদের মুখে ফুটে উঠল স্বস্তির হাসি।

আরজি কর মামলায় এর আগে টানা ১৪ দিন জেরা করা হয়ছিল সন্দীপ ঘোষকে। তারপর দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিলেন সিবিআই আধিকারিকরা। এর আগে এই মাামলায় সঞ্জয় ঘোষকে প্রথম গ্রেফতার করা হয়। সেই গ্রেফতারি অবশ্য কলকাতা পুলিশের তরফ থেকেই করা হয়ছিল। তবে তদন্তভার সিবিআইয়ের হাতে ওঠার পর জুনিয়র চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় সেভাবে কাউকে গ্রেফতার করতে পারছিল না সিবিআই। এরজন্য পরোক্ষভাবে অভিযোগ উঠছিল কলকাতা পুলিশের বিরুদ্ধে।

কারণ এই মামলা সামনে আসার পর থেকেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের জন্য। আর সেই কারণেই সিবিআই তদন্তভার নেওয়ার পর থেকেই গতি স্লথ হয়ে যায়। অনেকেই অভিযোগ তুলছিলেন সিবিআই ইচ্ছাকৃত ধীরগতিতে তদন্ত করছে। তবে এখন সেই তথ্য প্রমাণ লোপাটের জন্যই সন্দীপ ও অভিজিৎকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।