Sandeshkhali Violence : ছাড়া পেলেন আটক বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার এবং বিজেপি কর্মীরা
মঙ্গলবার বসিরহাটে এসপি অফিসে বিক্ষোভ প্রদর্শনের সময় আটক করা হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে
সন্দেশখালি কান্ডে আটক বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে মুক্তি দেওয়া হল। মঙ্গলবার রাতে তাঁর পাশাপাশি আরও বিজেপি কর্মীকে মুক্তি দেওয়া হয়। আটক করার কয়েক ঘন্টার মধ্যেই তাঁদের মুক্তি দেওয়া হয়। সন্দেশখালি (Sandeshkhali) কান্ডে উত্তর ২৪ পরগণার বসিরহাটে এসপি অফিসের সামনে ধর্না দিয়েছিলেন তাঁরা।
বিজেপি নেতৃত্বের প্রতিবাদ কর্মসূচীর জেরে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। কর্মসূচী চালানোর সময় পুলিশ এসে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে বিক্ষোভকারীদের। সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বিরুদ্ধে বিগত কয়েকদিন ধরেই ফুঁসছেন সেখানকার স্থানীয় মহিলারা। তাদের অভিযোগ তাদের অযথা হয়রানি করেছে শাহজাহান শেখ।
জেল থেকে ছাড়া পাওয়ার পর বিজেপি কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে মহিলা কর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে পুলিশ।
এবিষয়ে সুকান্ত মজুমদার জানান,"সন্দেশখালিতে তৃণমূল কর্মীরা মহিলাদের দীর্ঘদিন ধরে ধর্ষণ করছে। শেখ শাহাজাহান, শিবু হাজরা এবং উত্তম হালদার তাদের ধর্ষণ করেছে। আমরা এসপি করাছে এসেছি শান্তিপূর্ণভাবে তাদের গ্রেফতারির দাবি নিয়ে। যদি তাদের সন্দেশখালিতে গ্রেফতার না করা হয়। কেমনভাবে সন্দেশখালির মহিলারা ভরসা পাবে ?"
এর আগে মহিলারা সন্দেশখালিতে তৃণমূলেরক এই নেতার গ্রেফতারির দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করে।