IPL Auction 2025 Live

Sandeshkhali: 'সন্দেশখালির মহিলাদের উপর যৌন অত্যাচার', অভিযোগ বৃন্দার

ন্দা বলেন, আমাদের ডাকা হয়েছিল বলেই আমরা এখানে এসেছি। তৃণমূলের দলীয় কার্যালয়ে ডেকে মহিলাদের উপর যৌন নির্যাতন চালাচ্ছে গুন্ডারা, তাঁদের কাছে অভিযোগ করা হয়েছে বলে দাবি বৃন্দার।

Brinda Karat (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ২০ ফেব্রুয়ারি: এবার সন্দেশখালির পথে সিপিএম নেত্রী বৃন্দা কারাত (Brinda Karat )। সন্দেশখালিতে (Sandeshkhali) পৌঁছনোর আগে আটকে দেওয়া হয় বৃন্দা কারাত-সহ সিপিএম নেতৃত্বকে। সন্দেশখালিতে প্রবেশের আগে বৃন্দা কারাতদের বাধা দেওয়া হলে, ক্ষোভে ফুঁসে ওঠেন সিপিএম নেত্রী। বৃন্দা বলেন, আমাদের ডাকা হয়েছিল বলেই আমরা এখানে এসেছি। তৃণমূলের দলীয় কার্যালয়ে ডেকে মহিলাদের উপর যৌন নির্যাতন চালাচ্ছে গুন্ডারা, তাঁদের কাছে অভিযোগ করা হয়েছে বলে দাবি বৃন্দার। এসব অভিযোগ পেয়েই কাঁরা সন্দেশখালিতে হাজির হওয়ার পথে রওনা দেন বলে জানান বৃন্দা।

শুনুন কী বললেন বৃন্দা কারাট...

আরও পড়ুন: Sandeshkhali: আদালতের নির্দেশের পরও সন্দেশখালিতে প্রবেশের আগে কেন বাধা শুভেন্দুদের, অভিযোগ বিজেপির

পাশাপাশি সোমবার সন্দেশখালি থেকে ১৪৪  ধারা তুলে নেওয়া হয়েছে। ১৪৪ ধারা প্রত্যাহারের পর তাঁরা সন্দেশখালিতে আসেন। কিন্তু সন্দেশখালিতে প্রবেশের মুখে তাঁদের বাধা দেওয়া হচ্ছে বলে  অভিযোগ করেন বৃন্দা কারাত। পাশাপাশি তাঁরা সন্দেশখালিতে প্রবেশ করতে শান্তি বিঘ্নিত হবে বলে দাবি করছে পুলিশ। যা একেবারে গ্রহণযোগ্য নয় বলেও ক্ষোভ প্রকাশ করেন সিপিএম নেত্রী।