IPL Auction 2025 Live

RG Kar: দশম দিনে সিজিও কমপ্লেক্সে সন্দীপ, রবিবার বাড়ি তল্লাশির পর সোমে নিজাম প্যালেসে দেবাশিস এবং সঞ্জয় বশিষ্ঠরা

সোমবার সপ্তাহের প্রথম দিন একদিকে সিজিও কমপ্লেক্সে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। অন্যদিকে নিজাম প্যালেসে আরজি কর মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগের কর্তা দেবাশিস সোম এবং প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ হাজিরা দিলেন।

Sanjay Vashisth (Photo Credits: ANI)

আজ সোমবার সকাল সকাল ফের সিবিআই দফতরে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh)। এই নিয়ে ১০ দিন সিবিআই আধিকারিকদের মুখোমুখি সন্দীপ। গত ৯ দিনে ১০০ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁকে। তাও নতুন করে কোন তথ্য সামনে আসেনি। শুক্রবার আরজি কর কাণ্ডের তদন্তের অগ্রগতি জানতে চেয়ে আন্দোলনকারী চিকিৎসকদের একটি প্রতিনিধি দল গিয়েছিল সিবিআই দফতরে। তবে সেখান থেকে তাঁদের খালি হাতেই ফিরতে হয়েছিল। কী এত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে! ঘটনার ১৭ দিন পার হওয়ার পরেও কেন নতুন কোন তথ্য সামনে আসছে না। প্রশ্ন জাগছে আন্দোলনকারীদের মনে। সোমবার সপ্তাহের প্রথম দিন একদিকে সিজিও কমপ্লেক্সে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। অন্যদিকে নিজাম প্যালেসে আরজি কর মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগের কর্তা দেবাশিস সোম (Debasish Som) এবং প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠ (Sanjay Vashisth) হাজিরা দিলেন।

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী জুনিয়র চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তের পাশাপাশি হাসপাতালে আর্থিক দুর্নীতির (RG Kar Corruption) তদন্তও শুরু করেছে সিবিআই (CBI)। শনিবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থা। এরপর রবিবার সাত সকালে সন্দীপের বাড়ি সহ মোট ১৫টি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই। তালিকায় ছিলেন দেবাশিস সোম এবং সঞ্জয় বশিষ্ঠও। এদিন দেবাশিসের কেষ্টপুরের বাড়িতে তল্লাশি তালিয়ে তাঁকে নিয়ে নিজাম প্যালেসেও গিয়েছিল সিবিআই আধিকারিক।

নিজাম প্যালেসে সঞ্জয় বশিষ্ঠ... 

জানা গিয়েছে, সন্দীপ 'ঘনিষ্ঠ' দেবাশিস দীর্ঘ বছর ধরে আরজি করের ফরেন্সিক বিভাগের সঙ্গে যুক্ত। ওই বিভাগের ডেমনস্ট্রেটর পদে রয়েছেন তিনি। আরজি কর মেডিক্যাল কলেজ কাউন্সিলের সদস্য হওয়ার পাশাপাশি কলেজের ন্যাশনাল মেডিক্যাল কমিশনের কমিটিতেও রয়েছেন দেবাশিস।