কলকাতা, ১১ নভেম্বর: গরুর দুধে (Cow Milk) সোনা (Gold) রয়েছে! দিনকয়েক আগে এমন আজব মন্তব্য করেই তুমুল কটাক্ষের মুখে পড়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (BJp President Dilip Ghosh)। তাঁর এহেন মন্তব্যকে বিদ্রুপের দৃষ্টিতে দেখেছেন বহু মানুষ। এবার নিজের বক্তব্যে অনড় থেকেই সমালোচকদের উদ্দেশে পাল্টা দিলেন তিনি। এই প্রসঙ্গে বিজেপি সাংসদের জবাব, যারা বিষয়টি মানতে পারছেন না, তারা যুক্তি দিয়ে আমাকে ভুল প্রমাণ করুন (Prove Me Wrong With Counter Research)।
তাঁর আরও বক্তব্য, "আমি আমার মন্তব্যেই অনড় থাকব। এই যুক্তি থেকে পিছু হটার কোন প্রশ্নই নেই। আমার এই বক্তব্যের পিছনে রয়েছে বিদেশের গবেষণা। যারাই আমাকে নিয়ে বিদ্রুপ বা কটাক্ষ করছেন তারা আগে নিজেদের যুক্তির সপক্ষে প্রমাণ দিন।" সম্প্রতি সংবাদ সংস্থা পিটি আইকে (PTI) ফোনে এমনটাই জানিয়েছেন তিনি। আরও পড়ুন Dilip Ghosh : ‘গরুর দুধে সোনা থাকে, তাই তো দুধের রং হলুদ হয়’, বললেন দিলীপ ঘোষ
এই প্রথম নয়। এর আগেও দিলীপবাবুকে বলতে শোনা গিয়েছিল, "যাঁরা বুঝতে পারছেন না, তাঁরাই চেঁচামেচি করছেন।’’ গরুর দুধ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দেশি গরুর পিঠে কুঁজ রয়েছে। বিদেশি গরুদের পিঠে তা থাকে না। তাদের পিঠ মোষদের মত মসৃণ হয়। ওই কুঁজে ‘স্বর্ণ নাড়ি’ রয়েছে। যখন সূর্যের রশ্মি ওই কুঁজে এসে পড়ে, তখন সোনা তৈরি হয়। এ কারণেই দেশি গরুর দুধ হলদে রঙের হয়, হাল্কা সোনালী হয়। কারণ এতে সোনা রয়েছে। কেউ যদি শুধু দেশি গরুর দুধ খান, তাহলে আর কিছু খাওয়ার দরকার হবে না।’’